বাংলা হান্ট ডেস্ক : দুজন নেতা প্রতি বছর ঝাড়খণ্ড থেকে দেশে লোক নিয়ে মালদা শহরে অবরোধ করেছেন, পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না?মালদায় প্রশাসনিক বৈঠক থেকে ক্ষোভ প্রকাশ করে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে কার ভয়ে পুলিশ চুপ করে আছে? সেই প্রশ্নও ছুড়ে দেন মুখ্যমন্ত্রী। যদিও থেমে থাকেননি এখানেই ঝাড়খণ্ডের লোকেরা যখন এখানে এসে আদিবাসীদের ব্যবহার করছেন তখন কি এ রাজ্যের বাসিন্দারা ঝাড়খণ্ডে গিয়ে আন্দোলন করতে পারবে? এমনও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।
এই ধরনের কোনও কাজ বা কোনও ঘটনা কোনও ভাবেই বরদাস্ত করবেন না তিনি এ কথা স্পষ্টই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী পাশাপাশি মালদহ শহরে দুজন নেতার অবরোধ নিয়ে এসটিএফ সিআইডি ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চ কে তদন্তের ভার দেওয়ার দায়িত্ব তুলে দিলেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রর হাতে। আন্দোলনের বিরুদ্ধে এক প্রকার হুঁশিয়ারি দেন প্রশাসনকে।
যদিও এখানেই তিনি থেমে থাকেননি ডেঙ্গি প্রতিরোধে ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি কী ভাবে ডেঙ্গিতে এত লোক প্রাণ হারাচ্ছেন? মালদহের প্রশাসনিক বৈঠকে এমন প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। সরকারি হাসপাতালে ডেঙ্গির চিকিত্সা করানোর প্রচার চালানো হলেও তা নিয়ে কেন কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না? করেন মুখ্যমন্ত্রী।