বাংলা হান্ট ডেস্ক : জে এন ইউ যখন সংবাদ শিরোনামে তখনই দেশের অপর একটি বিশ্ববিদ্যালয় তার পাশে দাঁড়িয়েছে হ্যাঁ কিন্তু শুধু সংবাদ শিরোনামে এই বিষয়টি জায়গা করে নেয় নিয়ে জায়গা করে নিয়েছে অপর একটি মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় কে ঘিরে রয়েছে পশ্চিমবঙ্গের ভোটের মুসলিম ভোটার সংখ্যা অনেকটাই বেশি তাই বরাবরই এই বিষয়টিকে মাথায় রেখে রাজনৈতিক গুটি সাজায় কিছু দল আর সেখানেই যেন এক সাম্প্রদায়িকতা রাজনীতি বলতে খোঁচা না দিয়ে ছাড়েনি বিজেপি
মঙ্গলবার পালটা আক্রমণে নামেন ওয়াইসি। ট্যুইট করে ওয়াইসি লেখেন, -‘”বাংলার মুসলিমদের হাল যে কোনও সংখ্যালঘু সমাজের তুলনায় মানব উন্নয়ন সূচকের মাপকাঠিতে সবচেয়ে খারাপ, এটা বলা মোটেই ধর্মীয় কট্টরপন্থা, অসহিষ্ণুতা নয়।’ , পাশাপাশি তিনি আরও লেখেন, “‘দিদি আমাদের মতো হায়দরাবাদের কিছু লোককে নিয়ে এতই উদ্বিগ্ন হয়ে থাকলে তাঁর বলা উচিত, কী করে বিজেপি বাংলায় ৪২টার মধ্যে ১৮টা আসন জিতল!’ সেইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভীত, হতাশ বলেও কটাক্ষ করেন তিনি।
উল্লেখ্য সোমবার কোচবিহারের একটি সমাবেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনকে আসাদ উদ্দিনের থেকে দূরে থাকার বার্তা দিয়ে উগ্র মৌলবাদের বিরুদ্ধে তোপ তেই আসাদউদ্দিন ওয়াইসির মতো মানুষদের ওপর ভরসা করার প্রয়োজন নেই বলে জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে এ দিন ওই শিখে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, কিছু মানুষের স্বভাব হচ্ছে মানুষের সঙ্গে ভেদাভেদ সৃষ্টি করা, এঁরা হায়দারাবাদ থেকে আসেন এবং তাঁদের দলও এই কার্যকলাপে অংশগ্রহণ করে।