সামির ভয়ঙ্কর বলে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি দুই বাংলাদেশি ব্যাটসম্যান।

ভারতীয় বোলারদের দাপুটে বোলিংয়ের সামনে কার্যত অসহায় মনে হচ্ছিল বাংলাদেশি ব্যাটসম্যানদের। ভারতীয় পেসারদের মধ্যে এইদিন সবথেকে ভয়ংকর হয়ে উঠেছিলেন মহম্মদ সামি। ম্যাচের 21 তম ওভারে যখন বাংলাদেশি ব্যাটসম্যান লিটন দাস ব্যাট করছিলেন সেই সময় ভারতীয় পেসার মহম্মদ সামির একটা বল গিয়ে সোজা লিটন দাসের মাথায় লাগে। সঙ্গে সঙ্গে অসুস্থতবোধ করেন লিটন, মাঠেই তার প্রাথমিক চিকিৎসা করেন বাংলাদেশি পিজিও। তারপর তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

চোট পাওয়ার পর দলের অবস্থার কথা ভেবে প্রথমে মাঠ ছাড়তে রাজি হয় নি লিটন দাস। কিন্তু শেষ পর্যন্ত শরীর খারাপ অনুভব করায় ব্যাক্তিগত 24 রানে রিটায়ার্ডহার্ট হন তিনি।

IMG 20191122 181523

তারপর আর ব্যাটিং করতে পারেন নি লিটন দাস তার পরিবর্তে কনকাশন সাব হিসাবে নামানো হয় মেহেদি হাসানকে। কিন্তু তিনিও খুব বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেন নি। মাত্র 8 রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি।

লিটনের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে নিয়ে যাওয়া যায় বাইপাসের ধারে একটি একটি নার্সিং হোমে। সেখানেই স্ক্যান করা হয় লিটন দাসের। এছাড়াও এইদিন সামির বলে চোট পান বাংলাদেশি ব্যাটসম্যান নঈম হাসান।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর