বাংলা হান্ট ডেস্ক : এক দিকে ইডেনের মাঠে আন্তর্জাতিক দিন রাতের টেস্ট ক্রিকেট নিয়ে টানটান উত্তেজনা অন্যদিকে শুক্রবার ম্যাচ দেখার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একপ্রস্থ বৈঠক হয়। শহরের একটি পাঁচতারা হোটেলে শেখ হাসিনা ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক সম্পন্ন হয়। যদিও আগে থেকেই বৈঠক হওয়ার কথা ছিল তবে নেহাতই সৌজন্য বৈঠক বলা হয়েছে। তবে বৈঠক শেষে ভারতকে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি শেখ হাসিনা
যেহেতু বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এক কোটি শরণার্থীকে ভারত আশ্রয় দিয়েছিল তাই ভারতের এই অবদান চির স্মরণীয় হয়ে থাকবে বলে জানান শেখ হাসিনা। এ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানিয়েছেন মুজিবর রহমানের সময় থেকে ভারতবাসীর অবদান চিরকাল কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি, একই সঙ্গে তিনি আরও জানান এক কোটি শরণার্থী আশ্রয় পেয়েছিল, তাই দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো বলে জানান তিনি।
উল্লেখ্য শুক্রবার থেকে ভারতের মাটিতে ক্রিকেটের নন্দন কাননে টেস্ট ক্রিকেট শুরু হয়েছে। এই প্রথম পিংক বলে টেস্ট ক্রিকেট হচ্ছে আর তাই উদ্বোধন অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায় আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। বিসিসিআইয়ের প্রেসিডেন্টের ডাকে সাড়া না দিয়ে পারেননি তিনিই তাই এ দিন উপস্থিত হয়েই বাংলাদেশের শুভেচ্ছা নিয়ে তিনি এসেছেন জানান হাসিনা।
উল্লেখ্য এ দিন বাংলাদেশ বনাম ভারত ক্রিকেট মহাযুদ্ধে 106 জানে নিমেষে আউট হয়ে যায় বাংলাদেশ তাই সহজ জয় হয় মোহাম্মদ শামি ইশান্ত উমেশ এবং বিরাট ও চেতেশ্বর পূজারাদের। উল্লেখ্য, শুক্রবার ইডেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত হওয়া মাত্রই অতিথিও তাই ভরিয়ে দেওয়া হয়। অভ্যর্থনায় যেমন কোনও ত্রুটি ছিল না ঠিক তেমনই লাঞ্চের জন্য ছিল রাজকীয় ব্যবস্থা।