বাংলা হান্ট ডেস্ক : কলকাতা মেট্রো পরিষেবা নিয়ে সম্প্রতি ভুরিভুরি অভিযোগ রয়েছে যাত্রীদের মধ্যে, কখনও মেট্রোর দুর্ঘটনা আবার কখনও মেট্রোয় নিরাপত্তাহীনতা আবার কখনও নজরদারির অভাব। যদিও এখানেই থেমে নয় মেট্রোর সময়সীমা নিয়েও যাত্রীদের মধ্যে অভিযোগের শেষ নেই। বিশেষ করে কয়েক বছরের মধ্যে মেট্রোর আভিজাত্য যেন আস্তে আস্তে নষ্ট হতে বসেছে, কিন্তু এ সবের মধ্যে আবারও টিকিটের দাম বাড়াল মেট্রো রেল কর্তৃপক্ষ।
ছয় বছর পরে টিকিটের দাম বাড়াল মেট্রো রেল। শেষ বার অর্থাত্ 2013 সালে টিকিটের দাম বাড়ানো হয়েছিল। তবে নতুন করে টিকিটের দাম বৃদ্ধি করায় বেশ কিছু ক্ষেত্রে বদল এসেছে। তাই তো এখন পাঁচ কিলোমিটার নয় মাত্র দু কিলোমিটারের জন্য দিতে হবে পাঁচ টাকা ভাড়া অর্থাত্ মেট্রোর ন্যূনতম ভাড়া হতে চলেছে পাঁচ টাকা।
একই সঙ্গে দুই থেকে পাঁচ কিলোমিটার অবধি যেতে গেলে ভাড়া লাগবে দশ টাকা, পাঁচ থেকে দশ কিলোমিটারের মধ্যে যেতে গেলে ভাড়া লাগবে 15 টাকা, আবার দশ থেকে কুড়ি কিলোমিটার অবধি যেতে গেলে ভাড়া লাগবে কুড়ি টাকা, এর পর যদি কুড়ি কিলোমিটার ওপরে যেতে চান সে ক্ষেত্রে পঁচিশ টাকা করে ভাড়া দিতে হবে। মেট্রো রেলের এই নতুন ভাড়া লাগু হতে চলেছে আগামী ডিসেম্বর মাসের মধ্যে।
তবে এই নতুন ভাড়া তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছে যাত্রীরা। যেহেতু আগে পাঁচ কিলোমিটার যেতে গেলে পাঁচ টাকা ভাড়া লাগতো সেক্ষেত্রে মাত্র দু কিলোমিটারের মধ্যেই পাঁচ টাকা ভাড়া গুনতে হবে এই ভেবেই কার্যত ক্ষোভে ফুঁসছে যাত্রীরা।