বাংলা হান্ট ডেস্ক : দেশের অর্থনৈতিক দুরাবস্থা নিয়ে গোটা দেশ এখন তোলপাড়, শুধু দেশ নয় ভারতের অর্থনীতির বেহাল দশা এখন বিদেশেও আঁচ পড়েছে। আর যেভাবে জিডিপি বৃদ্ধির হার কমেছে এবং আর্থিক উন্নয়ন থমকে গিয়েছে তাতে এক প্রকার চিন্তার ভাঁজ পড়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রকে। মাঝে শেয়ার বাজার ঊর্ধ্বমুখী হওয়ায় কিছুটা হলেও চিন্তা কমেছিল তবে তাতেও দেশের অর্থনীতির হাল খারাপ এই বক্তব্য নিয়ে বিরোধীরা হট্টগোল জুড়েছে।
বুধবার দেশের অর্থনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, দেশের অর্থনীতি নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন চিন্তার কোনও কারণ নেই। এ ছাড়াও দেশের অর্থনীতি নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী একাধিক বক্তব্য রাখেন আর সামনে যখন এসব গুরুত্বপূর্ণ আলোচনা চলছে ঠিক কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পিছনেই দেখা গেল এক কেন্দ্রীয় মন্ত্রীকে নাক ডাকিয়ে ঘুমোতে। কানে হেডফোন লাগিয়ে তিনি নিশ্চিন্তে ঘুমোচ্ছেন।
কিছুক্ষণ পর পাশের কোনও এক মন্ত্রী তাঁকে ডেকে দিলেন। ইনি হলেন মোদী সরকারের স্কিল ডেভেলপমেন্ট মন্ত্রী, যে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বক্তব্য ছড়াকার ঘুমাচ্ছিলেন তাই এই ছবি যখন সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে দেশ জুড়ে তির্যক মন্তব্যের ঝড় উঠেছে। এবং সমালোচনাও উঠেছে । একই সঙ্গে কেউ কেউ ভারতের অর্থনীতির প্রসঙ্গ টেনে অর্থনৈতিক অবস্থা ঘুমাচ্ছে বলেও কটাক্ষ করেন।
উল্লেখ্য, এর আগেও এমন কাণ্ড ঘটেছিল, অর্থমন্ত্রীর বক্তব্য না শুনে ঘুমাচ্ছিলেন মন্ত্রী, যদিও ছবিটি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে বলে দায় সেরেছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক