এবার ভারতের বিশ্বকাপ জয়ের নায়ক গম্ভীরের নামে স্ট্যান্ড করা হল অরুন জেটলি স্টেডিয়ামে।

প্রাপ্তন ভারত ওপেনার বীরেন্দ্র সেওয়াগ এবং বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলির পর এবার এলিট ক্লাবে প্রবেশ করলেন 2011 বিশ্বকাপের ফাইনাল ম্যাচের নায়ক প্রাপ্তন ভারতীয় ব্যাটসম্যান গৌতম গম্ভীর। আর এবার গৌতম গম্ভীরকে সম্মানিত করে তার নামে দিল্লির অরুন জেটলি ক্রিকেট স্টেডিয়ামে একটা স্ট্যান্ডের উদ্বোধন করা হল। কিন্তু এই পদক্ষেপ নিতে কেন এত দেরি হল সেই নিয়ে প্রশ্ন উঠছে দেশের ক্রিকেট মহলে। প্রবল সমালোচনার মুখে পড়তে হচ্ছে দিল্লির ক্রিকেট আসোসিয়েশনের সভাপতি রজত শর্মার ভূমিকা নিয়ে।

ভারতের এই প্রাপ্তন বাঁহাতি ব্যাটসম্যান দিল্লির হয়ে খেলেই জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন। অরুন জেটলি ক্রিকেট স্টেডিয়ামে নিজের নামে স্ট্যান্ড হওয়ায় খুবই আপ্লুত গৌতম গম্ভীর। অরুন জেটলি ক্রিকেট স্টেডিয়ামে নিজের নামে স্ট্যান্ড উদ্বোধন এবং তাকে সম্মানিত করার সেই ছবি নিজের স্যোসাল মিডিয়ায় পোষ্ট করে গম্ভীর লিখেছেন প্রাপ্তন অর্থমন্ত্রী অরুন জেটলি আমার কাছে পিতৃসম তাই এই স্টেডিয়ামে আমার নামে স্ট্যান্ড করায় আমি খুবই খুশি।

9801474ce6b278295ec950ba721f4f473199dcf

প্রাপ্তন এই বাঁহাতি ব্যাটসম্যান ভারতের জাতীয় দলের হয়ে মোট 37 টি টি-টোয়েন্টি, 147 টি ওয়ানডে এবং 58 টি টেস্ট ম্যাচ খেলেছেন। ভারতের 2007 এবং 2011 সালের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন এই গৌতম গম্ভীর। দুটি বিশ্বকাপেই ফাইনাল ম্যাচে অনবদ্য ব্যাটিং করে ভারত কে বিশ্বকাপ এনে দিয়েছিলেন গৌতম গম্ভীর।

Udayan Biswas

সম্পর্কিত খবর