বাংলা হান্ট ডেস্ক: উপনির্বাচনে উঠেছে সবুজ ঝড়, এর প্রতিক্রিয়া জানালেন তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী সর্বপ্রথম এই যে সমস্ত কৃতিত্ব জনতাকে দিয়েছেন৷ তিনি বলেন, ‘‘মানুষের আশীর্বাদেই এই সবুজ ঝড়৷ মানুষের প্রতি ভরসা, বিশ্বাস আছে৷ ’’পাশাপাশি বিজেপিকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘অহংকারের ফল পাচ্ছে বিজেপি৷ বিভেদের খেলা খেলেছিল ওরা৷ সন্ত্রাস চালিয়েছে৷ কিন্তু অহংকার বাংলায় চলে না৷ সেই ঔদ্ধত্যের ফলই পেয়েছে বিজেপি৷’’
শুধু তাই নয় মুখ্যমন্ত্রী বিজেপির ধর্ম নিয়ে বিভাজনের রাজনীতি কে কটাক্ষ করে বলেছেন, ‘‘সব ধর্মের মানুষ তৃণমূলকে সমর্থন করেন৷ এই প্রথম কালিয়াগঞ্জ, খড়গপুরে জয় পাচ্ছে তৃণমূল৷ মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কী করতে হবে৷’’
২০২১ এর আগে রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনকে একরকম সেমিফাইনাল হিসেবে দেখছে রাজনৈতিক দলগুলি। করিমপুর, খড়গপুর সদর ও কালিয়াগঞ্জে মোট ১৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ। রয়েছেন জয়প্রকাশ মজুমদারের মতো হেভিওয়েট প্রার্থীও।
ইতিমধ্যে খবর পাওয়া গেছে, কালিয়াগঞ্জে ২২৯৭ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দেব সিংহ। ৯ নম্বর রাউন্ড শেষে খড়গপুরে ১৩১৪২ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। চতুর্থ রাউন্ড শেষে প্রায় ২৮ হাজার ভোটে এগিয়ে গেলেন করিমপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী।
উল্লেখ্য, ২৫ নভেম্বর থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গে ৩ কেন্দ্রে বিধানসভা উপ নির্বাচনের ভোটগ্রহণ। কালিয়াগঞ্জ ও খড়গপুর ছাড়াও উপনির্বাচন হচ্ছে নদিয়ার করিমপুরে। জোট গড়ে লড়াইয়ে নামার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস ও বামেরা। বিজেপি ও তৃণমূলকে টেক্কা দিতে এবার সহজেই ঠান্ডা মাথায় সমঝোতার পথে এগিয়েছে দুপক্ষ। ঠিক হয়েছে করিমপুরে লড়বে বামেরা আর কালিয়াগঞ্জ ও খড়গপুরে প্রার্থী দেবে কংগ্রেস।
সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু আলিমুদ্দিন স্ট্রিটে রাজ্য সদর দফতরে এক সাংবাদিক বৈঠকে করিমপুরের বাম প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন। তিনি জানান ওই কেন্দ্রের দায়িত্বে আছেন সিপিএম প্রার্থী গোলাম রাব্বি। একই সঙ্গে খড়গপুর ও কালিয়াগঞ্জে কংগ্রেস প্রার্থীদের জেতাতে বাম কর্মীদের সাহায্য করতে নির্দেশ দেন তিনি।
একই সঙ্গে কংগ্রেস ও বামেদের কো-অর্ডিনেশন কমিটি তৈরি হয়েছে প্রতিটি কেন্দ্রে বলে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে। কংগ্রেসের তরফে কো-অর্ডিনেশন কমিটিতে নেতৃত্ব দেবেন কালিয়াগঞ্জে শঙ্কর মালাকার, খড়গপুরে শুভঙ্কর সরকার। এদিকে করিমপুরে বাম প্রার্থী গোলাম রাব্বির কো-অর্ডিনেশন কমিটিতে কংগ্রেসের তরফে নেতৃত্ব দেবেন অমিতাভ চক্রবর্তী।