ইনস্টাগ্রামের সমস্যার জন্য নাকি দায়ী দিশা পাটানির এই ছবি!

বাংলাহান্ট ডেস্ক: দিশা পাটানি মানেই উষ্ণতা। দিশা পাটানি মানেই নতুন স্টাইল স্টেটমেন্ট। নতুন প্রজন্মের এই সুন্দরী নায়িকাকে ইনস্টাগ্রাম ‘সেনসেশন‘ বললে বোধ হয় খুব একটা ভুল বলা হয় না। নেটিজেনদের বুকে ঝড় তোলার জন্য তাঁর একটি ছবিই যথেষ্ট।

disha 3

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রায়ই নিত্যনতুন ছবি শেয়ার করেন দিশা। জনপ্রিয় ব্র্যান্ড কেলভিন ক্লেইন ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন দিশা পাটানি। তাই এই ব্র্যান্ডের হয়ে প্রায়ই ফটোশ্যুট করতে দেখা যায় তাঁকে। কেলভিন ক্লেইনের অন্তর্বাস পরিহিত অবস্থায় বহুবারই ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। বলা বাহুল্য প্রতিবারই পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয় ছবিগুলি। তব এবার দিশাকে দেখআ গেল অন্য অবতারে। তাঁর পরনে এবার আর কোনও ব্র্যান্ডের পোশাক নয়। দিশার নতুন শেয়ার করা ছবিতে তাঁকে দেখা যায় বিকিনিতে। একটি টু-পিস বিকিনি পরে স্যুইমিং পুলের পাশে বসে একান্ত সময় কাটাচ্ছেন তিনি।

https://www.instagram.com/p/B5aNA7HgAZx/?utm_source=ig_web_copy_link

প্রসঙ্গত, সম্প্রতি ফেসবুক ও ইনস্টাগ্রামে কিছু সমস্যা দেখা যায়। কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় এই দুটি অ্যাপ্লিকেশন। নেটজগতে গুঞ্জন শোনা যাচ্ছে দিশার এই ছবির জন্যই নাকি ইনস্টাগ্রামের এই হাল হয়েছিল। স্পষ্টতই মুহূর্তেই ভাইরাল হয়ে যায় দিশার বিকিনি পরিহিত ছবি। এমনকি ছবির উষ্ণতা দেখে দিশার বিশেষ বন্ধু টাইগার শ্রফের দিদিও সামলাতে পারেননি নিজেকে। ছবিতে একটি আগুনের ইমোজি দিয়ে কমেন্ট করেন তিনি। ইতিমধ্যেই ২০ লক্ষেরও বেশি মানুষ লাইক করেছেন এই ছবি।

এরপর দিশাকে দেখা যাবে মোহিত সূরি পরিচালিত ছবি ‘মলং‘-এ। তাঁর বিপরীতে রয়েছেন আদিত্য রয় কাপুর। এছাড়াও ‘রাধে‘ ছবিতে  ‘ভারত‘ অভিনেত্রীকে ফের সলমন খানের সঙ্গে একপর্দায় দেখা যেতে চলেছে। আগামী বছরেই মুক্তি পাবে এই ছবি।

Niranjana Nag

সম্পর্কিত খবর