আশঙ্কা সত্য়িই হল! ঝাড়খণ্ডের প্রথম দফার ভোটেই মাওবাদী হামলা

বাংলা হান্ট ডেস্ক :অবশেষে আশঙ্কাই সত্য়িই হল। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রথম দফাতেই মাওবাদী হামলা। শনিবার সকালে ভোটগ্রহণ শুরু হওযার মাত্র কযেকঘন্টার মধ্য়েই ঝাড়খণ্ডের বিষ্ণুপুরে বোমা মেলে মাওবাদীরা একটি সেতু উড়িয়ে দেয়। যদিও হতাহতের খবর নেই। তবে মাও হামলার জেরে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

শনিবার ঝাড়খণ্ডে মোট তেরটি আসনে ভোটগ্রহণ চলছে। উল্লেখ্য আগে থেকেই প্রথম দফার ভোটে মাও হামলা হতে পারে এমন সন্দেহ প্রকাশের সঙ্গে সঙ্গে কোবরা বাহিনীকে নিয়োগ করে রাজ্য প্রাশসন। একইসঙ্গে আরও জোরদার করা হয় নিরাপত্তা।
সশস্ত্র বাহিনীদেরও সতর্ক করা হয়। তবে য়ে অঞ্চলে হামলা হতে পারে বলে মনে করা হয়েছিল এখনও অবধি সেখানে কোনো হামলার খবর নেই। তবে ঝাড়খণ্ডের গমলা জেলার বিষ্ণপুরও যে মাওবাদীদের হামলার টার্গেট ছিল তা বোঝা যায় নি।ad174a52 130e 11ea b0fe 2a808e2a5062

মোট পাঁচ দফায় ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন হবে। এবারেও গত বারের মতো বিজেপি লড়াই করতে একেবারে মরিয়া্। মুখ্য়মন্ত্রী রঘুবর দাসকে আবারও মুখ্য়মন্ত্রী হিসেবে দেখতে চাইছে বিজেপি। তাই মহারাষ্ট্রে আশাহত হলেও ঝাড়খণ্ডে কিন্তু একেবারেই হাত ছাড়া করতে নারাজ বিজেপি।

শনিবার সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকাল তিনটে পর্যন্ত ভোট গ্রণ চলবে। এদিন তেরটি আসন থেকে ১৮৯ জন প্রার্থী লড়াই করছেন। শনিবার সকালে ভোট শুরুর আগেই ঝাড়খণ্ড বাসীর উদ্দেশ্যে ট্য়উট করেন রঘুবর দাস। নতুন ঝাড়খ্ণড গড়ার ডাক দেন তিনি।

সম্পর্কিত খবর