বাংলা হান্ট ডেস্ক : শেষ হয়েও হইলনা শেষ। এমনিতেই মহারাষ্ট্রের সরকার গঠন নিয়ে টানা একমাস ধরে রাজ্য় রাজমনীতির যা অবস্থা হয়েছে তাতে নতুন করে কোনো কিছুই বলার নেই। যদিও বা মুখ্যমন্ত্রী নির্বাচতি হয়েছে শপথ গ্রহণ শেষ হল এবার স্পিকার পদ নিয়ে টানাটানি। মারাঠাভূমে রবিবার তাই স্পিকার নিয়ে আরও এক নতুন নাটকের সূচনা হল। যেহেতু লাইভে স্পিকার নির্বাচন হয়েছে তাই প্রার্থী দিয়েও প্রার্থী তুলে নিল বিজেপি।
তাই বিনা প্রতিদ্বন্দিতায় মহারাষ্ট্র বিধানসভার স্পিকার হলেন কংগ্রেসের নানা পাটোলে। এমনিতেই প্রোটেম স্পিকার নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার হুমকি দিয়েছে বিজেপি। বিজেপির চন্দ্রকান্ত পাতিল আস্থা ভোটে হঠাত্ করে প্রোটেম স্পিকার বদলের জন্য শীর্ষ আদালতে যাওয়ার হুমকি দিয়েছিলেন। তবে এবার প্রার্থী দিয়েও প্রার্থী তুলে নেওয়া হল।।
Maharashtra CM Uddhav Thackeray in assembly after Congress leader Nana Patole elected as Speaker: Nana Patole has also come from a farmer family & I am very confident that he will give justice to everyone. https://t.co/L0GalGQlxl pic.twitter.com/X7MlUSZpQb
— ANI (@ANI) December 1, 2019
তবে প্রার্থী তুলে নেওয়ার ব্যাপারে বলতে গিয়ে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্য়মন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ বিরোধীদের অনুরোধেই প্রার্থী তুলে নেওয়া হয়েছে বলে জানান। একইসঙ্গে মহারাষ্ট্র বিধানসভায় দীর্ঘদিন ধরেই নাকি বিনা প্রতিদ্বন্দিতায় স্পিকার নিয়ম চলে আসছে বলেও মন্তব্য করেন।বিজেপির তরফ থেকে কিষান রাঠোরের নাম দেওয়া হয়েছিল। এনসিপি ও কংগ্রেস নানা পাটোলেকে স্পিকার পদে প্রার্থী হিসেবে নির্বাচিত করেছিল।
যদিও নানা কিন্তু একসময় বিজেপির দাপুটে নেতা হিসেবে খ্যাতি পেয়েছিল। কিন্তু ২০১৭ সালে কংগ্রেসে ফিরে যান। মোট চারবাদ বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে বিধায়ক নির্বাচিত হয়েছে।উল্লেখ্য, একের পর এক চ্যালেঞ্জ জিতছে জোট বাহিনী। প্রথমে তো মুখ্যমন্ত্রী। তারপর গত কাল অর্থাত্ শনিবার আস্থাভোটে জয়। আবার রবিবা স্পিকার হিসেবে জয়।