৩০ ফুট গভীর জলে নেমে শ্যুটিং রানি মুখার্জির

বাংলাহান্ট ডেস্ক:  প্রতিটা মানুষের জীবনে কিছু না কিছু ভয় বা ফোবিয়া থাকেই। যেমন কেউ কেউ ভয় পান উচ্চতাকে, কেউ কীট পতঙ্গকে আবার কারওর রয়েছে সাপের ফোবিয়া। এই ফোবিয়া জয় করা কিন্তু বাস্তবে খুবই কঠিন। কিন্তু অভিনেতা-অভিনেত্রীদের ছবির স্বার্থে অনেক প্রতিকূলতাকেই জয় করতে হয়। ব্যতিক্রম নন রানি মুখার্জিও। অভিনয়ের জন্য ভয় কাটিয়ে ৩০ ফুট গভীর জলে নেমে করলেন ছবির শ্যুটিং।

Master 1

ছোট থেকেই জলে বেজায় ভয় রানির। এই কারণেই সাঁতার শিখবেন শিখবেন করেও শেষ পর্যন্ত আর শেখা হয়নি। কিন্তু শেষে তার ভাগ্যে সেই জলেই অভিনয়ের দৃশ্য পড়ল। খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে রানির পরবর্তী ছবি ‘মর্দানি ২’। এই ছবিরই একটি দৃশ্যের জন্য ৩০ ফুট গভীর জলে নেমে শ্যুটিং করতে হয় তাঁকে।

এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “চিত্রনা্ট্য শুনে প্রথমে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। পরিচালককে অনুরোধও করেছিলাম দৃশ্যটা বাদ দিয়ে শ্যুটিং করা সম্ভব কিনা। কিন্তু তিনি জানান এই দৃশ্যটি বাদ দিলে ছবিটা দেখতে ভাল লাগবে না।“  অগত্যা দৃশ্যটি শ্যুট করতে বাধ্য হন রানি।

তিনি জানান, জুন মাসে ছবির শ্যুটিং শেষের পর কিছুদিনের জন্য পরিচালক গোপী পুত্রণের থেকে সময় চেয়ে নেন রানি। কিন্তু শ্যুটিংয়ের সময় আসতেই নাকি তিনি ফের ভয় পেতে শুরু করেন বলে জানান অভিনেত্রী। খপোলির ৩০ ফুট গভীর স্যুইমিং পুলে হয় ছবির শ্যুটিং। রানির কোচ আনিসও তাঁকে খুব সাহায্য করেছেন বলে জানান তিনি। আগামী ১৩ ডিসেম্বর মুক্তি পাবে রানি মুখার্জি অভিনীত ‘মর্দানি ২’।

Niranjana Nag

সম্পর্কিত খবর