আতংবাদি ইস্যুতে মোদী- ট্রাম্প কঠোর! তবে আমেরিকার সাথে কথা বলতে এখনই রাজি নয় তালিবান

 

বাংলা হান্ট ডেস্ক : হা পৃথিবীর একচ্ছত্র অধিপতি আমেরিকা। বরাবরই ভারতের পাশে থেকে এসেছে বিভিন্ন সামরিক দিক থেকে হোক বা কূটনৈতিক দিক থেকে। তবে কিছু ক্ষেত্রে আমেরিকা দুমুখো নীতি ভারতকে অনেকটা সাবধান করে দিয়েছে। তবে সবকিছুকে দূরে রেখে আতংবাদিকে আমেরিকার সরকার বর্তমানে এমন ভাবে নিয়েছে ভারত কেন অন্যান্য বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে।

আফগানিস্তানের তালেবান গোষ্ঠীর মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, আমেরিকার সঙ্গে আবারও আলোচনা শুরু করা হবে কিনা তা বলার সময় এখনও আসেনি। তবে আমেরিকা এই বিষয়ে সামগ্রিকভাবে আলোচনা করতে রাজি তা বহুদিন আগেই জানিয়ে দিয়েছিল। কিন্তু বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে অস্থিরতা এবং তেল নিয়ে যেভাবে হানাহানি চলছে তা কিন্তু আমেরিকার নজরদারিতে অনেকটাই রয়েছে। ইরাক ইরান সহ সৌদি আরবের দেশগুলিতে চলছে প্রতিনিয়ত যুদ্ধের পরিস্থিতি।

trump modi
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতরাতে গোপনে আফগানিস্তান সফর করেন এবং বাগরামে মার্কিন সেনাঘাঁটিতে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে বৈঠক করেন।
এদিকে, কাতার ভিত্তিক টিভি চ্যানেল আল জাজিরা জানিয়েছে, তালেবান দোহায় মার্কিন প্রতিনিধিদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকের কথা স্বীকার করেছে। তবে তা আনুষ্ঠানিক আলোচনায় রূপ নেবে কিনা তা স্পষ্ট নয়। এই আলোচনা কতদূর ফলপ্রসূ হবে তা এখন দেখার বিষয়। কারন কূটনৈতিক সম্পর্কের উপরে নির্ভর করছে পরবর্তীতে আমেরিকার সাথে অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর সম্পর্ক।

সম্পর্কিত খবর