সংসদে ঢুকতে যাতে দেরি না হয়, সেই কারণে গাড়ি থেকে নেমে ছুট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল

বাংলা হান্ট ডেস্কঃ সংসদে (Lok Sabha) শীতকালীন অধিবেশন চলছে আর সদনে প্রশ্ন – উত্তর এবং আলোচনা – সমালোচনা চলছে। বুধবার সংসদ থেকে একটি ছবি সামনে আসে, যেটা সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়। কেন্দ্রীয় রেল মন্ত্রী পীযূষ গোয়েল (piyush goyal) গাড়ি থেকে নেমেই সংসদ ভবনের দিকে দৌড় দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব লোকসভায় পৌঁছাতে চাইছিলেন। আশেপাশের মানুষ কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের এই কাজ দেখে একদিকে যেমন আশ্চর্য হন, তেমনই ওনার এই কাজের প্রশংসাও করেন।

piyush goyal

আরেকদিকে সোশ্যাল মিডিয়ায় এই ছবি নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে, ট্যুইটারে অনেকেই এই ছবি নিয়ে বিদ্রুপ শুরু করেছে। গুজরাটের বারদৌলির সাংসদ প্রভু বসাবা পীযূষ গোয়েলের এই ছবি ট্যুইট করেন। উনি এই ছবি ট্যুইট করে ক্যাপশন দেন ‘নতুন ভারতের বিদ্যুৎ মন্ত্রী আদরণীয় শ্রী পীযূষ গোয়েল মহাশয় ক্যাবিনেট মিটিং সমাপ্ত হওয়ার পর প্রশ্নকালের যাতে দেরি না হয় তাই তিনি দৌড়াতে দৌড়াতে সংসদে যান।

সোশ্যাল মিডিয়ার ইউযাররা এই নিয়ে কমেন্ট করতে শুরু করে। সবাই নিজের মতো রায় দিচ্ছে। অনেকেই ওনার প্রশংসা করছে, আবার কিছু মানুষ ওনাকে নিয়ে ট্রল করছে।

 

Koushik Dutta

সম্পর্কিত খবর