বাংলা হান্ট ডেস্ক: চোলাই মদ খেয়ে মৃত্যু হয়েছে বেশ কিছু মানুষের। এই কারনে সেই মদের কোয়ালিটি নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল গোটা রাজ্যে।সেই ঘটনার পর নড়েচড়ে বসেছে প্রশাসন ও সরকার। যাতে মদ তৈরির উপকরণের সাথে কোনরকম আপোষ না করা হয় সেই দিকে কড়া নির্দেশ দিয়েছিলেন রাজ্য সরকার।
দেশি বা চোলাই মদ অত্যন্ত নিম্নমানের, তা খেয়েই মৃত্যু হয়েছে সবার। কিন্তু বিদেশী মধ্যে এসব বালাই নেই, সেটা তো উচ্চ মানের উপকরণ দিয়েই তৈরী।কিন্তু এই ধারণা একেবারে ভ্রান্ত এমনটাই জানালেন রাজ্যের আবগারি দফতর।
সামনে বড়দিন এবং নতুন বছর, মদ্যপান করেন এই উৎসবের মরসুমে তারা একটু বুঝে শুনে থাকবেন তাদের জন্য রয়েছে এই দুঃসংবাদ।আবগারি দপ্তর জানিয়েছে চোরাই বাদেশি মত থেকে বিষক্রিয়া ছড়াচ্ছে না বিষক্রিয়া ছড়াচ্ছে বিদেশী মধ্যেই বেশিরভাগ ক্ষেত্রে বিদেশি মানুষের মৃত্যুর কালো হয়ে দাঁড়াচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে অনেক জায়গায় অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশ এবং নিম্ন মানের উপকরণ দিয়ে তৈরি করা হচ্ছে বিলেতি মদ। পিয়ারে ও ব্যবহার করা হচ্ছে নোংরা এবং অস্বাস্থ্যকর জল। উৎসবের মরশুমে বিলেতি মদ পান করার আগেও দুবার ভেবে নেবেন।