বাংলা হান্ট ডেস্ক :শুক্রবার সাত সকালেই মাস্টারস্ট্রোক দিল তেলেঙ্গানা পুলিশ। ঘটনার পুনর্নিমান করতে গিয়ে হায়দেরাবাদ গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত চার অভিযুক্তকে এনকাউন্টার করল পুলিশ। সক্কাল সক্কাল এই খবর দেশবাসীর ঘরে ঘরে পৌঁছা যাওয়ার সঙ্গে সঙ্গেই যেন ক্ষোভের আগুন নিভল। যদিও সকলেই তরুনী চিকিত্সককে যেভাবে পুড়িয়ে মারা হয়েছিল সেভাবেই পুড়িয়ে মারার দাবি জানিয়েছে কিন্তু জীবন্ত এনকাউন্টার করে দেওয়ায় খুশির হাওয়া দেশজুড়ে।
একই সঙ্গে এই ভাবে এনকাউন্টার নিয়ে সাইরাবাদ থানার প্রধান ভিসি সজ্জনকে স্য়ালুট করছেন সকলেই। আর এই প্রসঙ্গে সংবাদমাধ্যমের সাক্ষাত্কার দিতে গিয়ে, ভিসি সজ্জন জানিয়েছেন, আইন তার কর্তব্য করেছে। পাশাপাশি তিনি জানান অভিযুক্তেরা য়খন পালিয়ে যাওয়ার চেষ্টা করে ঠিক তখনই বুঝতে পেরে তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করা হয় পুলিশের তরফে, আর ঠিক তখনই পুলিশের থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে অভিযুক্তেরা।
আর ঠিক তখনই পাল্টা গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। ইতিমধ্যেই জাতীয় মানবাধিকারের তরফে ঘটনাস্থলে একটি দল পাঠানো হবে বলে জানা গিয়েছে। ।যারা ঘুরে এসে রিপোর্ট দেবে। উল্লেখ্য, শুক্রবার কাকভোরে ঘটনার পুনর্নিমানের জন্য হায়দেরাবাদের সাদেরনগরের ওই এলাকা যেখান থেকে তরুনী পশু চিকিত্সকের দেহ উদ্ধার হয় সেখানে চার অভিযুক্তকে নিয়ে যাওয়া হলে তাঁরা সেখান থেকে পালানোর চেষ্টা করে।
তারপরেই আত্মসমর্পন করতে বলা হলে তাঁরা আত্মসমর্পন করেনি। আর তাতেই গুলি চানাতে বাধ্য হয় পুলিশ। জানা গিয়েছে পুলিশের থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পালাতে চেয়েছিল অভিযুক্তেরা।