বাংলা হান্ট ডেস্ক : দীর্ঘদিন ধরে সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল শিক্ষকদের দাবি মেনে অবশেষে চালু হতে চলেছে রোপা, অর্থাত্ আলাদা রিভিশন অ্যান্ড পে অ্যালাওয়েন্স। সমস্ত বিষয়ে বিচার বিশ্লেষণ করে যদি সব ঠিক থাকে সে ক্ষেত্রে আগামী দুই এক দিনের মধ্যেই রাজ্যের সমস্ত সরকার এবং সরকার পোষিত স্কুলগুলিতে চালু হবে রোপা বিধি। চলতি বছরের সেপ্টেম্বর মাসে নবান্নের অর্থ দপ্তরের তরফে এই রোপা রুল জারি করা হয়েছিল যেখানে, নতুন নিয়ম অনুযায়ী সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন পরিকাঠামো শুরু হওয়ার কথা ছিল 18,539 টাকা করে কিন্তু মাঝে বিভিন্ন মামলার গেরোতে আটকে যায় নয়া রোপা নীতি চালু।
তবে এই প্রথম রাজ্যে পে কমিশনের সঙ্গে পেয়ে ম্যাট্রিক্সের সংযুক্তিকরণ করা সম্ভব হতে চলেছে। তাই যদি দু একদিনের মধ্যে এই নতুন রোপা নিয়ম বিধি চালু হয় সে ক্ষেত্রে কিন্তু মাত্র কয়েক দিনের মধ্যে সংশোধিত বেতন কাঠামো জানতে পারবেন শিক্ষক শিক্ষাকর্মীরা। যেহেতু বিভিন্ন স্তরের শিক্ষক ও শিক্ষাকর্মী রয়েছে তাই এই নতুন বিধি নিষেধ চালু করতে বেশ কিছু সমস্যার মুখে পড়তে হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জয়দেব গিরি জানিয়েছেন ইতিমধ্যেই রোপা বিধি চালু করার জন্য রাজ্যের শিক্ষা দফতরের সঙ্গে আলোচনা হয়েছে।
রোপা নীতি অনুসারে বেতন কাঠামো ঠিক করার জন্য রাজ্যের প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের বেতনের সঙ্গে সামঞ্জস্য রেখে এই নতুন বেতনক্রম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি রোপা নিয়ম চালু হয় সে ক্ষেত্রে স্নাতক শিক্ষকদের গ্রেড পে 4400-4600 টাকা অবৈধ হবে এবং প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রেও গ্রেড পে অনেকটাই বাড়বে 2900-3600 টাকা অবধি।জানা গিয়েছিল নতুন বেতন কাঠামোয় গ্রেড পে ও ব্যান্ড পে নিয়ে যদি কোনও কর্মচারী 225 টাকা পান সে ক্ষেত্রে ওই বেতন কাঠামোর উপরে 14.2 শতাংশ বেতন বাড়বে৷ 2016 সাল থেকে তিন বছর মোট সোনাল ইনক্রিমেন্ট হবে৷
যদিও তিন বছরের বকেয়া টাকা এখনই দেবে না রাজ্য সরকার এমনটাও জানানো হয়েছিল৷ তবে বেতন বাড়ানোর পাশাপাশি হাউস রেন্ট অ্যালাউন্সের ঊর্ধ্বসীমা বাড়ানো হয়েছিল৷ এমনকি গ্র্যাচুইটি বাবদ কর্মচারীদের প্রাপ্য ঊর্ধ্বসীমা বাড়িয়ে দেওয়া হয়েছিল৷ তবে রোপা আইনে নতুন বেতন কাঠামো বৃদ্ধির ব্যাপারে স্পষ্ট জানিয়ে দিল রাজ্যের অর্থমন্ত্রক৷ তিনি জানিয়েছেন ডাক্তাররা ব্যক্তিগত ভাবেই চেম্বারে প্র্যাকটিস না করলে যে ভাতা পান তা বাড়িয়ে 2 লক্ষ 11 হাজার টাকা করা হয়েছে৷