বাংলা হান্ট ডেস্ক : এক দিকে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে সোম মঙ্গল ও বুধ তিন দিন ব্যাপী শহর জুড়ে কর্মসূচি পালন করছে রাজ্য সরকার। প্রথম দিন অর্থা সোমবার ডক্টর বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকে শুরু করে জোড়াসাঁকো অবধি মিছিল করেছে রাজ্যের শাসক দল এবং তার সঙ্গে পা মিলিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার যাদবপুরের এইট বি বাসস্ট্যান্ড থেকে আবারও একটি মিছিলে আর মুখ্যমন্ত্রী কিন্তু এরই মধ্যে এবার নাগরিক পঞ্জির সমর্থনে মঙ্গলবার শহর কলকাতায় মিছিল করবে গেরুয়া বাহিনী।
না গিয়েছে এদিকে মমতার পদযাত্রা অন্যদিকে বিজেপির এনআরসি সমর্থনে মিছিল, আর এই দুই মিলিয়ে কার্যত নাজেহাল হতে পারে সাধারণ জনজীবন। বেহালার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াবে বিজেপির এই মিছিল। মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ এই মিছিল শুরু হবে বলে জানিয়েছেন বিজেপির দক্ষিণ শহরতলির শাখার সভাপতি সোমনাথ বন্দ্যোপাধ্যায়, তবে শুধুমাত্র দক্ষিণ শহর তৈরিতেই নয় হাওড়াতেও একটি মিছিল করতে চলেছে বিজেপি।
হাওড়া ময়দান অবধি শেষ হওয়ার কথা অন্যদিকে আবার বুধবার হাওড়া ময়দান থেকে শুরু হয়ে ডোরিনা ক্রসিং অবধি এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করবে রাজ্য সরকার। নাগরিকত্ব আইন নিয়ে ইতিমধ্যেই সরগরম হয়েছে গোটা রাজ্য, রাজ্যের এই উত্তেজনাময় পরিস্থিতির মধ্যেই বিজেপি শাসক শিবিরকেই দুষছে।
এটি রাজ্য সরকারের একটি চাল বলে কটাক্ষ করেছেন বিজেপি শিবিরের শীর্ষ নেতৃত্বরা। নাগরিকত্ব সংশোধনী আইন এবং নাগরিক পঞ্জি চূড়ান্ত তালিকা দুটিই যে আদতে রাজ্য সরকার কোনও ভাবেই সমর্থন করছে না এমনটা বার বার বলে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এবার প্রতিবাদে একেবারে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন স্বয়ং দলনেত্রী।