বাংলাহান্ট ডেস্ক: বাংলাদেশে তিনি সুপারহিট অভিনেত্রী। তাঁর চোখের এক পলকে হাজার হাজার পুরুষ হৃদয়ে ঝড় ওঠে। বেশ কয়েক বছর আগেই টলিউডে পা রেখেছেন তিনি। আর এখন তো অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তিনি। বুঝতেই পারছেন নুসরত ফারিয়ার কথাই বলা হচ্ছে।
শুধু ছবির জগতে নয়, সোশ্যাল মিডিয়াতেও তিনি সমান জনপ্রিয়। বরং উত্তরোত্তর বেড়েই চলেছে তাঁর অনুরাগীর সংখ্যা। আর হবে নাই বা কেন। মাঝে মাঝেই নিজের নানা ফটোশ্যুটের ছবি দিয়ে অনুরাগীদের মনে ঝড় তুলতে যে সিদ্ধহস্ত নুসরত। সম্প্রতি ভাইরাল হয়েছে তাঁর একটি ভিডিয়ো। সেখানে একেবারেই অন্য লুকে ধরা দিয়েছেন তিনি। নুসরতের এই হট অবতার দেখে রাতের ঘুম ছুটেছে নেটিজেনদের।
https://www.instagram.com/p/B5zXyhTgN7t/?igshid=15sz84c20x5zn
আসলে অনেকদিন ধরেই এই ভিডিয়োটার খোঁজ চালাচ্ছিলেন নুসরত। হঠাত ই খুঁজে পেয়ে যান। আর পাওয়া মাত্রই আপলোড সোশ্যাল মিডিয়ায়। নিজের রূপ দেখে নিজেই নিজেকে ‘পটাকা’ বলেছেন অভিনেত্রী। ভিডিয়োতে কালো ক্রপ টপ, গ্লিটার প্যান্ট পরে নাচতে দেখা যাচ্ছে তাঁকে। তাঁর শরীরী বিভঙ্গে মজেছে নেটিজেনরা।
ইতিমধ্যে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে ফেলেছেন নুসরত ফারিয়া। শেষবার তাঁকে দেখা গিয়েছিল ‘বিবাহ অভিযান’ ছবিতে। এরপর ‘ভয়’ ছবিতে অঙ্কুশের বিপরীতে অভিনয় করতে চলেছেষ নুসরত। আগামী বছর মুক্তি পাবে এই ছবি।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার