বাংলা হান্ট ডেস্ক : দেশের সমস্ত মানুষের জন্যও তৈরি হবে এক রেশন কার্ড, সম্প্রতি এমনটাই জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ান। অর্থাত্ এক দেশ এক রেশন কার্ডের মাধ্যমে গ্রাহকরা দেশের যে কোনও রেশন দোকান থেকে রেশন তুলতে পারবেন। ভিন রাজ্যের শ্রমিকদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সব ঠিক থাকলে আগামী বছরের জুলাই মাস থেকেই এই নয়া পদ্ধতি কার্যকর হওয়ার কথা।
জানা গিয়েছে ভিন রাজ্যে যাওয়া কর্মচারীরা জাতীয় খাদ্য আইনের আওতায় এই পরিষেবা পাবেন। এবং পুরো পরিষেবাটি হবে অনলাইন প্রক্রিয়ায়। তবে শুধুমাত্র যে ভিন রাজ্যে যাওয়া শ্রমিকদের স্বার্থে এমনটা নয় কারণ এই পরিষেবার মাধ্যমে রেশন দোকানের দুর্নীতি কমাতে চাইছে কেন্দ্রীয় সরকার। ঘোষণার মাত্র কয়েক দিনের মধ্যেই এক দেশ এক রেশন কার্ডের নকশা তৈরি করে তা প্রকাশ্যে আনল কেন্দ্র। অর্থা কেন্দ্রের এই নতুন রেশন কার্ড অনুযায়ী সমস্ত রাজ্যকে রেশন কার্ড বানানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।
আসলে জাতীয় স্তরে পোর্টেবিলিটি লক্ষ্য বজায় রাখতে কেন্দ্রীয় সরকারের তরফে এই রেশন কার্ডের স্ট্যান্ডার্ড ফরম্যাট নকশা বানানো হয়েছে। কেন্দ্রের নির্দেশ মতো রেশন কার্ড সমস্ত রাজ্যের ক্ষেত্রে বানানো হয়ে গেলে আগামী বছর থেকে যে কোনও গ্রাহক যে কোনও রেশন দোকান থেকে মাল তুলতে পারবেন। অর্থাত্ ভিন রাজ্যের শ্রমিক যাঁরা কর্মসূত্রে অন্য জায়গায় থাকেন তাঁরা কোনো রকম ঝক্কি ছাড়াই ভর্তুকিযুক্ত খাদ্যশস্য হাতে পাবেন।
ইতিমধ্যেই চলতি বছরের নভেম্বর মাস থেকে পাইলট প্রকল্প হিসেবে অন্ধ্রপ্রদেশ গুজরাত হরিয়ানা ঝাড়খণ্ড কর্নাটক কেরালা মহারাষ্ট্র রাজস্থান তেলেঙ্গানা ও ত্রিপুরায় এই ব্যবস্থা চালু হয়ে গেছে। পরবর্তী ক্ষেত্রে গোটা দেশে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো দিকে জানানো হয়েছে দেশজুড়ে যেভাবে অপুষ্টির সমস্যা বেড়েছে তার জন্য ভিটামিন এ, ভিটামিন বি ফলিক অ্যাসিড আয়রন সমৃদ্ধ খাবার নির্দিষ্ট এলাকায় পৌঁছে দেওয়া হবে। তার জন্য কেন্দ্রের তরফে আলাদা খরচ বরাদ্দ করা হয়েছে।