নাগরিকত্ব সংশোধনী আইন প্রতিবাদ: জামা মসজিদে বিক্ষোভের জেরে ভীম আর্মি প্রধানের চোদ্দো দিনের জেল হেফাজত

বাংলা হান্ট ডেস্ক :  নাগরিকত্ব সংশোধনী আইন ঘিরে এক দিকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট অন্যদিকে দেশের পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে। কোনও ভাবেই নাগরিকত্ব সংশোধনী আইনকে সমর্থন করা যাবে না তাই এর বিরোধিতায় সরব হয়েছে দেশের বিভিন্ন স্তরের মানুষ জন। বিশেষ করে অশান্তির আঁচে উত্তপ্ত হয়েছে দিল্লি। প্রতিবাদে বিক্ষোভ এতটাই গুরুতর হয়েছে যে তার প্রভাব পড়েছে দিল্লির জামা মসজিদের ওপর।bhim army chief chandrashekhar azad indiatv rep 2 1576907804

শুক্রবার জামা মসজিদ থেকে যন্তরমন্তর অবধি মিছিলের আবেদন নাকচ করে দেওয়ায় জামা মসজিদের সিঁড়ি থেকে দাঁড়িয়ে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছিলেন ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদ। আর বিক্ষোভের জেরে শনিবার তাঁকে গ্রেফতার করে পুলিশ। অবশেষে তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে যায় দিল্লির তিস হাজারি আদালতের তরফে

তাই আপাতত চোদ্দ দিনের পুলিশি হেফাজতে থাকছেন ভীম আর্মি প্রধান। জানা গিয়েছে শনিবার আদালতে ক্যামেরার নজরদারিতে মামলার শুনানি হয়েছিল এবং সংবাদমাধ্যমকে আদালত চত্বরে থাকার অনুমতি দেওয়া হয়নি। যদিও এই প্রথমবার নয় দফায় দফায় উত্তপ্ত দিল্লি থেকে হিংসার ঘটনায় এর আগেই 16 জনকে গ্রেফতার করে আদালতে তোলা হয়েছিল কিন্তু তাঁদের মধ্যে ছিলেন না ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদ।

একদিকে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর লাঠি চার্জ অন্য দিকে বিক্ষোভের ঘটনায় একের পর এক গ্রেফতার হচ্ছেন রাজধানী শহর থেকে। কিন্তু এ ভাবে তাঁদের প্রতিবাদ বিক্ষোভ কখনই বন্ধ করে দেওয়া যাবে না বলে জানিয়ে দিলেন চন্দ্রশেখর আজাদ। তাই তাঁকে বলতে শোনা যায় গ্রেফতার হলেও ভীম আর্মির আন্দোলন কখনোই বন্ধ হবে না।

সম্পর্কিত খবর