বাংলা হান্ট ডেস্ক : ত্বকের সমস্যা কার না নেই। ব্রণ, ফুসকুড়ি এসবের জ্বালায় যেন নাজেহাল। আর তাই তো বিজ্ঞাপনের প্রচার দেখে নামি দামি প্রডোকাট্ কিনেও ব্যবহার করে থাকেন। কিন্তু আদতে ফললভা কিছুই হয়না। উল্টে যাকে তাই। তবে ত্বকে দাগ থাকলে যেন হীনমন্যতায় ভোগেন আজকের দিনের তন্বীরা। পার্টি, বা বিয়েবাড়ি কিংবা ঘুরতে যাওয়ায় বাধ সাধে এই কালো দাগের ত্বক। তাইতো ইন্টারনেটের বিভিন্ন টিপস দেখতে দেখতে নেটের প্যাক শেষ।
কিন্তু হাতের কাছেই যখন কালো দাগ সাড়ানোর উপায় আছে তখন আর চিন্তা কি। কোনো কোম্পানির প্রোডাক্ট যদি স্যুট না করে সেক্ষেত্রে পয়সা খরচ না করে প্রাকৃতিক উপাদানের ওপর ভরসা রাখাটাই বোধহয় ভালো। তাই ত্বকের পরিচর্যা ও কালো দাগ তুলতে কিন্তু টম্যাটোর গুণাগুণ জুড়ি মেলা ভার।একদিক থেকে টম্যাটো যেমন স্বাস্থ্যকর তেমনি ত্বকের যেকোনো সমস্যা অচিরে দূর করতেও বিশেষ কাজ দেয়।
তাই যেকোনো ভাবে যদি ত্বক কালো হয়ে যায় সেক্ষেত্রে টম্যাটোর ঘরোয়া ফেসিয়াল কাজে লাগাতেই পারেন। তবে হ্যাঁ যদি আপনার স্কিন অয়েলি হয় সেক্ষেত্রে কিন্তু তা প্রয়োগ করা যাবে না। তবে যদি ড্রাই স্কিন হয় সেক্ষেত্রে কিন্তু চোখ বুঝে এই ফেসিয়াল ব্যবহার করতে পারেন।
কিভাবে ব্যবহার করবেন-
১. প্রথমে মুখ ভালো করে ক্লিনজিং করে নিতে হবে। ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন। তারপরে একটি টম্যাটোকে কেটে নিয়ে সেটি মুখে ভালো করে লাগিয়ে নিন। তরপর টম্যাটোর রস শুকিয়ে গেলে পরিস্কার কাপড় দিয়ে তা মুছে নেবেন।
২. এরপর টম্যাটোতে চিনি লাগিয়ে নিয়ে স্ক্রাবিং হিসেবে ব্যবহার করুন। দেখবেন যেন খুব বেশি ঘষা না হয়। অর্থাত্ আলতো চাপ দিয়ে ঘষবেন।
৩. এরপর মুখ পরিস্কার হয়ে গেলে নারকেল তেল দুহাতে নিয়ে মুখে ভালো করে ম্যাসাজ করে নিন।
৪. এরপর মুখে লাগেবন টম্যাটোর ফেসিয়াল।
কিন্তু কিভাবে-
প্রথমে আধ বাটি টম্যাটো বাটা, টক দই এক চা চামচ, মধু দুই চা চামচ, গোলাপজল দুই চা চামচ। এগুলি নিয়ে ভালো করে মিশ্রন করে নিন। তারপর ফ্রিজে রেখে দিন আধঘন্টা মতন। এরপরে মুখে লাগিয়ে নিয়ে বেষ ককিছুক্ষণ রেখে দিন। তারপর সেটি আধঘন্টা ভালো করে শুকাতে দিন। শুকিয়ে গেলে দশ মিনিট পরে সেটি পরিষ্কার ভিজে কাপড় দিয়ে মুছে নিন।