বাংলাহান্ট ডেস্কঃ ভারতীয় অর্থ ব্যাবস্থায় আর বি আই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই) হ’ল ভারতের কেন্দ্রীয় ব্যাংক, যা ভারতীয় রুপির ইস্যু ও সরবরাহ নিয়ন্ত্রণ করে। আরবিআই হ’ল ভারতে সম্পূর্ণ ব্যাংকিংয়ের নিয়ন্ত্রক। ভারত সরকারের উন্নয়ন কৌশলে আরবিআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ভাল বেতনের সাথে সাথে আর বি আই এর চাকরিও অত্যন্ত সম্মানজনক। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আর বি আই অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। প্রিলি ও মেইন এই দুই ভাগে হবে পরীক্ষা। সিলেবাস সংক্রান্ত সমস্ত তথ্য ইতিমধ্যে আর বি আই এর অফিসিয়াল পেজে আপলোড করা হয়েছে(rbi.org.in)। বিস্তারিত জেনে নিন ৯২৬ জন অ্যাসিস্ট্যান্টের এই বিজ্ঞপ্তিটি
আবেদন করার শেষ তারিখঃ ১৬ জানুয়ারি ২০২০
আবেদনের পদ্ধতিঃ অনলাইন
পদঃ অ্যাসিস্ট্যান্ট
শিক্ষাগত যোগ্যতাঃ যে কোনো শাখায় গ্রাজুয়েট
বয়সসীমাঃ ২০ থেকে ২৮(সঙ্গরক্ষিতদের জন্য বয়সে ছাড় আছে)
জাতীয়তাঃ ভারতীয়
আবেদন মূল্যঃ ৮৫০ ( sc,st, ph দের জন্য ১০০)
নির্বাচনের পদ্ধতিঃ প্রি লি ও মেইন
ওয়েবসাইটঃ rbi.org.in
Read More on RBI Assistant Notification
সব ‘দায়’ সংবাদ মাধ্যমের! RG Kar কান্ড নিয়ে বিস্ফোরক ফিরহাদ, বললেন…