বাংলাহান্ট ডেস্কঃ জিও , বি এস এন এল-এর সাথে টেক্কা দিতে এবার বাজারে নেমে পড়েছে ভারতী এয়ারটেল ও । ডিসেম্বরে অন্যান্য টেলিকম সংস্থার মত রিচার্জ প্লান বাড়িয়েছিল তারাও। কিন্তু মাস ঘুরতে না ঘুরতেই জিও নতুন অফার এনে নতুন ভাবে বাজার ধরার চেষ্টা করেছিল। সরকারী টেলিকম সংস্থা বি এস এন এল- ও প্রথম ৪জি পরিষেবা চালু করেই দূর্দান্ত প্লান নিয়ে এসেছিল গ্রাহকদের জন্য। বি এস এন এল –এর এই নতুন মার্কেট স্ট্রাটেজি তাদের ডুবতে থাকা ব্যব্সাকে লাভের মুখ দেখাবে কিনা সময় বলবে। কিন্তু জিও ও বি এস এন এল-এর এই নতুন ব্যবসায়িক পরিকল্পনায় ক্ষতির মুখ দেখতে পারত এয়ারটেল। তাই এবার তারাও নিয়ে এল নতুন প্রিপেড প্লান।
19 টাকা: আনলিমিটেড কল, 100 এসএমএস এবং 150 এমবি ডেটা। প্যাকটি 2 দিনের জন্য বৈধ হবে।
49 টাকা: 38.52 টাকার সময় এবং 100 এমবি ডেটা। প্যাকটি 28 দিনের জন্য বৈধ হবে
79 টাকা: টকটাইম এবং 200 এমবি ডেটা হিসাবে 95৩.৯৯ টাকা। প্যাকটি 28 দিনের জন্য বৈধ হবে।
148 টাকা: আনলিমিটেড কলিং, 300 ফ্রি এসএমএস এবং 2 জিবি ডেটা। প্যাকটি 28 দিনের জন্য বৈধ হবে।
248 টাকা: আনলিমিটেড কলিং, 100 এসএমএস / দিন এবং প্রতিদিন 1.5 জিবি ডেটা। প্যাকটি 28 দিনের জন্য বৈধ হবে।
298 টাকা: আনলিমিটেড কলিং সুবিধা সহ প্রতিদিন 2 জিবি ডেটা এবং 28 দিনের জন্য 100 এসএমএস / দিন।
598 টাকা: প্রতিদিন 1.5 জিবি ডেটা এবং 100 এসএমএস / দিন day প্যাকটি 84 দিনের মেয়াদ সহ আসবে।
698 টাকা: প্রতিদিন 2 জিবি ডেটা এবং 100 এসএমএস / দিন। প্যাকটি 84 দিনের মেয়াদ সহ আসবে।
1498 টাকা: আনলিমিটেড কলিং, 24 জিবি ডেটা এবং 3600 এসএমএস। পরিকল্পনাটি 365 দিনের জন্য বৈধ হবে।
2398 টাকা: আনলিমিটেড কলিং সুবিধা এবং 100 এসএমএস / দিন। এক বছরের জন্য বৈধ।