বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর কাছে ফের একবার হারতে চলেছে আইসিসি। এবার সৌরভ গাঙ্গুলীর পাশে দাঁড়ালো অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। কিছুদিন আগে সৌরভ গাঙ্গুলী তার একটি পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন যে চারটি দেশকে নিয়ে অনুষ্ঠিত ‘সুপার সিরিজ।’ সেই সময় সৌরভ গাঙ্গুলীর পরিকল্পনায় সাড়া দেয় নি আইসিসি। আর এবার সৌরভ গাঙ্গুলির পরিকল্পনাকে অভিনব চিন্তাভাবনা বলে সৌরভ গাঙ্গুলির পাশে দাঁড়ালো অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।
অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সিইও কেভিন রবার্টস জানিয়েছেন বিসিসিআই এই প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই সৌরভ গাঙ্গুলি একের পর এক অভিনব চিন্তাভাবনা এনেছেন। সুপার সিরিজ করার পরিকল্পনাও তেমনই একটা অভিনব চিন্তাভাবনা। তাই অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড এই ব্যাপারে সৌরভ গাঙ্গুলির পাশে দাঁড়াবে বলেই জানা গিয়েছে।
ইতিমধ্যেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্তাদের সাথে এই ব্যাপারে অল্প বিস্তর আলোচনা সেরে ফেলেছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। আলোচনার পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ক্রিকেট বিশ্বের তিন প্রধান শক্তিধর দেশ ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে এছাড়াও বর্তমান পারফরম্যান্সের ভিত্তিতে আরও একটি দলকে সুযোগ দেওয়া হবে। সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন এই টুর্নামেন্ট চালু হলে বিশ্ব জুড়ে ক্রিকেটের জনপ্রিয়তা আরও বাড়বে। তবে এই সিরিজের ফলে বিশ্ব ক্রিকেটে যায় পরিবর্তন হোক না কেন এই সিরিজ চালু করার পিছনে যে আইসিসি কে চাপে রাখার পরিকল্পনা রয়েছে সেটা ভালোভাবেই বোঝা যাচ্ছে।