ভাইরাল ভিডিও: দাবানলে জ্বলছে জঙ্গল, জল চেয়ে সাইকেল আরোহীর রাস্তা আটকাল তৃষ্ণার্ত কোয়ালা

বাংলাহান্ট ডেস্ক: এই মুহূর্তে দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি ছুঁইছুঁই। চলছে মারাত্মক তাপপ্রবাহ। তার দোসর হয়েছে দাবানল। অস্ট্রেলিয়ার জঙ্গল পুড়ছে দাবানলের আগুনে। বহু বাড়িঘর দাবানলের গ্রাসে চলে গিয়েছে ইতিমধ্যেই। তবে সবথেকে খারাপ অবস্থা বোধহয় জঙ্গলের বাসিন্দাদের অর্থাৎ বন্যপ্রাণীদের। অতিরিক্ত তাপপ্রবাহে এবং জলের অভাবে দিশেহারা অবস্থা তাদের। সেইজন্য প্রাণের মরিয়া হয়ে জঙ্গল ছে়ড়ে বেরিয়ে আসতে বাধ্য হচ্ছে তারা।

72474586 158923485434016 2324443678035106238 n

সম্প্রতি ভাইরাল হয়েছে এমন এক ভিডিয়ো যা নাড়িয়ে দিয়েছে নেটিজেনদের। জলের খোঁজে জঙ্গল ছেড়ে রাস্তায় উঠে এসেছে এক কোয়ালা। প্রাণের মায়া ছেড়ে একদল সাইকেল আরোহীর রাস্তা আটকে জল চায় সে। অবলা প্রাণীটার চোখের ভাষা বুঝতে পেরে সঙ্গে সঙ্গেই তাকে নিজের বোতল থেকে জল খেতে দেন এক সাইকেল আরোহী। জলের বোতল পেয়ে তৃষ্ণার্ত কোয়ালাটি এক নিমেষে শেষ করে দেয় পুরো বোতলটা। পরম মমতায় কোয়ালাটির মাথায় হাত বুলিয়ে দেন ওই সাইকেল আরোহী।

https://www.instagram.com/p/B6jjpHMlStM/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/B6jY7j7FlK9/?utm_source=ig_web_copy_link

তিনিই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন এই পুরো ঘটনার ভিডিয়ো ও ছবি। পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে এই ছবি ও ভিডিয়ো। অবলা প্রাণীগুলোর এই অসহায়তার ছবি দেখে হতভম্ব হয়ে গিয়েছেন নেটিজেনরা।

https://www.instagram.com/p/B6kzpClljdw/?utm_source=ig_web_copy_link

এর আগেও ভাইরাল হয়েছিল এই ধরনের ভিডিয়ো। আমাজনের অগ্নিকাণ্ডের সময় মানুষ দেখেছে বন্যপ্রাণীদের অসহায়তার ছবি। বহু বন্যপ্রাণই শেষ হয়ে গিয়েছে সেই বিধ্বংসী আগুনে। এবার ফের অস্ট্রেলিয়ার পরিস্থিতি দেখে শিউরে উঠছেন সবাই।

Niranjana Nag

সম্পর্কিত খবর