বর্ষশেষের রাতে পার্ক স্ট্রিটে কড়া নিরাপত্তা, শহরের রাস্তায় কলকাতা পুলিশের ‘ক্র্যাক টিম’

বাংলা হান্ট ডেস্কঃ পুরানো বছরকে বিদায় জানাতে আর নতুন বছরকে স্বাগত জানাতে সেজে উঠেছে তিলোত্তমা ।  বর্ষবরণের আনন্দকে চেটেপুটে উপভোগ করতে প্রচুর মানুষের ভিড় জমছে মহানগরীর বুকে । আলোয় মালায় সেজে উঠেছে মহানগরী । ডিস্কো থেকে বিভিন্ন মল, হোটেল থেকে পানশালা, এছাড়া পার্ক স্ট্রীট, নন্দন চত্বর সহ বিভিন্ন জায়গা দারুণ সেজে উঠেছে ।

images 2 3

২০১৯ –এর শেষ বেলায় কত হুজুগে মানুষ ছুটে আসছে কলকাতায় । আনন্দের জোয়ারে ভেসে যাবে তাঁরা। কিন্তু এই আনন্দের মাঝে যাতে কোনও বিষাদের সুর না বাজে তার জন্য কলকাতা পুলিশের তরফে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে । নতুন বছরকে বরণ করে নিতে আমরা প্রস্তুত আর আমাদের রক্ষা করতে সব দিক থেকে প্রস্তুতি নিয়েছে কলকাতা পুলিশ । উত্‍সবের রাতে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে  তার জন্য কড়া নজরে মহানগরীকে বেধে রাখতে কলকাতা পুলিশের বিশেষ  ক্র্যাক টিম থাকবে রাস্তায় রাস্তায়। এই ক্র্যাক টিম –এ শুধু পুরুষ নয়, মহিলা পুলিশ অফিসারও থাকবে ৩০ জন ।  রাস্তায় ভিড়ের মধ্যে কোনও মেয়ে বা মহিলার সঙ্গে অপ্রীতিকর কিছু ঘটার চেষ্টা করা হলে সঙ্গে সঙ্গে যাতে তার ব্যবস্থা নেওয়া সম্ভব হয় ।

পার্ক স্ট্রিট সহ গোটা কলকাতা প্রায় ৫ হাজার পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে । শুধু পার্কস্ট্রিটের নিরাপত্তার জন্যই পুলিসের পাঁচটি স্পেশাল টিম থাকছে, যার নেতৃত্বে থাকবেন দুজন অ্যাসিন্ট্যান্ট কমিশনার। নিরাপত্তার স্বার্থে পার্ক স্ট্রিট চত্বরকে পাঁচটি সেক্টরে ভাগ করে দেওয়া হয়েছে । প্রত্যেক সেক্টরে ২ জন করে ডিসি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা থাকবে । এছাড়াও শহর জুড়ে থাকছে মোট ১১টি ওয়াচ টাওয়ার। তৈরি করা হয়েছে হেলপ ডেস্কও। নাইট ক্লাব, বিভিন্ন হোটেল, পানশালাগুলিতে চলবে কড়া নজরদারি ।

 

 

 

 

 

 

 

সম্পর্কিত খবর