বিশ্বজুড়ে ক্রিকেটকে আরও বেশি জনপ্রিয় করে তুলতে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী কিছুদিন আগে তার একটি পরিকল্পনার কথা জানিয়েছিলেন। সেই পরিকল্পনায় বলা হয়েছিল ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং আইসিসি ওডিআইয়ে গত কয়েক বছরে ভালো পারফরম্যান্স করার নিরিখে বেছে নেওয়া হবে আর একটি দলকে। আর এই চারটি দল নিয়ে করা হবে একটি “সুপার সিরিজ।” ইতিমধ্যেই এই প্রস্তাবের সমস্ত পরিকল্পনার কথা শুনে প্রাথমিকভাবে সম্মতি জানিয়েছিল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তবে সৌরভ গাঙ্গুলীর এই পরিকল্পনার সমালোচনা শোনা গেল দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ দু প্লেসিসের মুখে।
ফাফ দু প্লেসিস এই প্রসঙ্গে জানিয়েছেন যে ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ক্রিকেটের এই তিন শক্তিধর দেশ গত কয়েক বছর ধরে প্রচুর পরিমাণে ক্রিকেট খেলছে। এর মধ্যে বেশির ভাগ খেলা একে অপরের বিরুদ্ধে হয়। তাই এই সিরিজের মাত্র চারটি দেশের পরিবর্তে আরো বেশি দেশ নিয়ে করা উচিত। তাতে অন্যান্য দেশ গুলিও খেলার সুযোগ পাবে আর এতে ক্রিকেটের মান বৃদ্ধি পাবে বলে মনে করেন ফাফ দু প্লেসিস।
ক্রিকেটকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আরো বেশি জনপ্রিয় করে তোলার জন্যই এই পরিকল্পনা নিয়েছেন বলে জানিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। আর সেজন্যই তিন শক্তিধর দেশকে নিয়ে এই টুর্নামেন্ট আয়োজিত করতে চাইছেন কারণ তিনি মনে করেন এর ফলে লড়াই হবে হাড্ডাহাড্ডি আর ক্রিকেটের প্রতি আকর্ষণ বাড়বে সাধারণ মানুষের। তবে এই প্রসঙ্গে সৌরভ গাঙ্গুলীর সাথে সহমত পোষণ না করে ফাফ দু প্লেসিস জানিয়েছেন যে দেশের সংখ্যা না কমিয়ে আরো বেশি করে দেশকে নিয়ে এই সিরিজের নেওয়া হোক তাতে ক্রিকেটের মান বৃদ্ধি পাবে।