ফের বিতর্কিত মন্তব্য় করে খবরের শিরোনামে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। এর আগেও বহুবার বিতর্কিত কথা বলে সংবাদ মাধ্যমে উঠে এসেছেন। তিনি বৃহস্পতিবার বলেছেন যেসব শিশুরা মিশনারি স্কুলে পড়ে তারা পরবর্তীতে বিদেশ ভ্রমণ করে এবং গরুর মাংস খাওয়া শুরু করে। তিনি এদিন এও বলেন প্রতিটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভগবৎ গীতা শিশুদের পাঠ করা উচিত। এতে তাদের মন শুদ্ধ ও পবিত্র হবে। স্বভাবতই তাঁর এই বক্তব্যে তোলপাড় মিডিয়া থেকে রাজনৈতিক মহল ।
বেগুসরাইয়ের এম পি আরও বলেছেন শিক্ষার্থীরা গরুর মাংস খায় এটাতে শুধু তাদের দায়ী করলে চলবে না কারণ তাদেরকে নিজ সংস্কৃতি এবং ঐতিহ্য এর প্রতি মূল্যবোধ শেখানো হয়না। সিং এদিন তার নির্বাচনী এলাকায় একটি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। যেখানেই তিনি বেসরকারী বিদ্যালয়ে হনুমান চালিশা পাঠ করার আহ্বান জানিয়েছেন পড়ুয়াদের। তাঁর বক্তব্য এতে পড়ুয়াদের সনাতন ধর্মের প্রতি মূল্যবোধ বাড়বে।
এর আগে সেপ্টেম্বরে ভারতের দুধের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রি গিরিরাজ সিংহ নাগপুরে এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। তিনি দাবি করেছিলেন যে কেন্দ্রে একটি গরুর কারখানা স্থাপন করা হবে। তিনি আরও দাবি করেছেন যে ‘আইভিএফের চেয়ে উন্নত প্রযুক্তি’ ব্যবহার করে তারা দুধ উৎপাদন করতে গরুকে ইনজেকশন দেবে। ফলে গরু বেশি দুধ দেবে। ভারতের দুধের চাহিদাকে লক্ষ্য করে সিংহ ঘোষণা করেছিলেন যে তিনি ভ্রূণ-প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে দুধ দিতে অক্ষম গরু সম্পর্কিত সমস্যাকেও সমাধান করবেন। তিনি এও বলেছিলেন যে এর মাধ্যমে বিশ্বব্যাপী দুধের বাজারে ভারতের উন্নতিকে ত্বরান্বিত করবে।