CAA-র বিরুদ্ধে সরব রাজধানী, নাগরিকত্ব আইন সকল সম্প্রদায়ে আঘাত হানবে, বললেন কেজরিওয়াল

বাংলা হান্ট ডেস্কঃ কেরল, বাংলা, তামিলনাড়ুতে নাগরিকত্ব আইনের প্রতিবাদে যে ঝড় উঠেছে, সেই ঝড় আরও প্রবল হল এবার। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে এবার সরব হল রাজধানীও। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, নাগরিকত্ব আইন অবিলম্বে খারিজ করা উচিত্ । আদৌ এই আইন দেশের প্রয়োজন  রয়েছে কি, প্রশ্ন তুলেছেন কেজরিওয়াল।

kejri

নাগিকত্ব আইন হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়কেই আঘাত করবে। তিনি কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, ‘আগে নিজেদের দেশকে ঠিক করা উচিত্। পাকিস্তানী হিন্দুদের প্রতি এত মনোনিবেশ করা হচ্ছে, অথচ নিজেদের দেশের হিন্দুদের সঙ্গে কি হচ্ছে?’

কেরলের বিধানসভায় সিএএ প্রত্যাহারের প্রস্তাব পাশ হওয়া প্রসঙ্গে কেজরি বলেন, কোনও বিধানসভায় পাশ হোক বা খারিজ হোক তাতে দেশে তো এই আইন বাতিল হবে না। সংসদে বাতিল হতে হবে সিএএ, যাতে গোটা দেশে নাগরিকত্ব আইন বাতিল হয়ে যায়।

দেশের অর্থনীতি যেখানে প্রবল সঙ্গটে, মন্দার বাজারে চাকরি নেই, যুব সমাজের ভবিষ্যত প্রশ্নের মুখে, নিত্য প্রয়োজনীয় জিনিসের অগ্নিমূল্য, কেন্দ্র সরকারের কোনও ভ্রুক্ষেপ নেই। এভাবেই দিল্লির টাউনহলের এক সভা থেকে মোদি সরকারের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শাণালেন আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল।

প্রসঙ্গত, সাম্প্রদায়িক হিংসার কারণে তিন প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আসা সংখ্যালঘুদের জন্য  এই নাগরিকত্ব আইন ইতিবাচক হিসাবে ব্যাখ্যা দিয়েছে কেন্দ্র সরকার। কিন্তু সমালোচকরা তা মানতে নারাজ। এই আইনের জন্য সাম্প্রদায়িক আরও বৈষম্যের সৃষ্টি হবে দেশে। বিজেপি বিরোধী দলগুলির মতে, সংবিধানের ধর্মনিরপেক্ষ নীতি লঙ্ঘন করেছে এই সংশোধিত নাগরিকত্ব আইন।

 

সম্পর্কিত খবর