বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় দলের তারকা জোরে বোলার ইরফান পাঠান আজ ৪ জানুয়ারী (শনিবার) সব ধরনের ক্রিকেট থেকে নিজের অবসর ঘোষনা করলেন। বাঁহাতি এই পেসার ভারতের হয়ে ২৯ টেস্ট, ১২০ ওয়ানডে এবং ২৪ টি টি-টোয়েন্টি খেলে মোট ৩০১১ টি আন্তর্জাতিক উইকেট শিকার করেছেন। একই সাথে তার ঝোড়ো ব্যাটিং ক্রিকেট প্রেমীদের মনে তাকে জায়গা করে দিয়েছিল। প্রসঙ্গত, একসময় ঝোড়ো ব্যাটিং-এর কারনেই ভারতের জাতীয় দলে পিঞ্চ হিটার হিসাবে তিনি উপরের দিকে ব্যাটিং করতে আসতেন। একই সাথে ২০০৪ সালের পাকিস্তান সফরে তার দুর্দান্ত সুইং বোলিং মুগ্ধ করেছিল সাধারন দর্শক থেকে ক্রিকেট শিক্ষানবীশদের।
২৯ টেস্টে ব্যাট হাতে তার রান গড়ে ৩১.৫৭ গড়ে, সেঞ্চুরি এবং ৪০ ইনিংসে ছয়টি অর্ধশতকসহ। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তাঁর গড় গড়ে যথাক্রমে ২৩.৩৯ এবং ২৪.৫৭।২০০৯ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডে ১৯ বছর বয়সী ইরফান পাঠান তার আন্তর্জাতিক অভিষেক ঘটান। তার সেরা অল-রাউন্ড পারফরম্যান্সগুলির মধ্যে ২০০৭ -২০০৮ সফরকালে একটি পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে, যেখানে তিনি ভারতকে ঐতিহাসিক জয় এনে দিয়েছিলেন ।
পরবর্তীকালে যদিও গতি ও সুইং কমে যাওয়ার কারনে তনি অনেকটাই ধারহীন হয়ে উঠেছিলেন। এই কারনেই তিনি ভারতের জাতিয় দলেবাদ পড়েন এবং পরবর্তীকালে আর প্রত্যাবর্তন করতে পারেননি। ২০০৮ সালে তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন।২০১২ সালে, তিনি নিজের সর্বশেষ ওয়ানডে পাশাপাশি টি-টোয়েন্টিও খেলেছিলেন।
ঘরোয়া ক্রিকেটে তার পরিসংখ্যানও বেশ আকর্ষনীয়। তিনি 384 প্রথম-শ্রেণীর উইকেট, তালিকার এ-তে 272 এবং টি-টোয়েন্টিতে 173 দিয়ে শেষ করেছেন। 35 বছর বয়সী এই বাঁহাতি অলরাউণ্ডার 2017 সালে তার সর্বশেষ আইপিএল গুজরাত লায়ন্স-এর হয়ে খেলেছিল এবং তারপরে তিনটি নিলামে তাকে কেউ কেনে নি।