ভাইরাল ভিডিও: রানাঘাটের পর এবার চণ্ডীগড়, যুবকের গান মনে করাচ্ছে রানুকে

বাংলাহান্ট ডেস্ক: নেটিজেনদের জীবনের সঙ্গে প্রায় অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গিয়েছে ‘ভাইরাল’ শব্দটি। প্রায়দিনই নানা ধরনের ছবি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এই ট্রেন্ড অবশ্য নতুন নয়। বেশ কয়েক বছর ধরেই ভাইরাল ট্রেন্ড শুরু হয়েছে নেটদুনিয়ায়। ঢিনচ্যাক পূজা, চায়ে পিলো আন্টি বা পাকিস্তানের সেই মিষ্টি বাচ্চাটা, তালিকাটা দিন দিন বেড়েই চলেছে। তবে রাতরাতি নেটদুনিয়ায় যিনি আলোড়ন ফেলে দিয়েছিলেন সেই রানু মণ্ডলের নাম না নিলে তো তালিকাটাই অসম্পূর্ণ থেকে যাবে। রানাঘাট রেলস্টেশন থেকে সুদূর মুম্বইয়ে পাড়ি দিয়ে রীতমতো ইন্টারনেট সেনসেশন হয়ে গিয়েছেন তিনি। সৌজন্যে শুধুমাত্র একটি ভাইরাল ভিডিও। সেটাই ঘুরিয়ে দেয় তাঁর ভাগ্যের চাকা।

ফের সেই রেলস্টেশনেই আরেকজনের গান গাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তবে এবার রানাঘাট নয়, চণ্ডীগড়ে। চণ্ডীগড় স্টেশনে এক যুবকের উদাত্ত গলায় গাওয়া গান রীতিমতো সাড়া ফেলে দিয়েছে নেটপাড়ায়। একটি জনপ্রিয় পঞ্জাবি গান গেয়েছেন ওই যুবক। সুর একেবারে নিখুঁত না হলেও তিনি যে বেশ আনন্দ করেই গাইছেন তা স্পষ্ট।

যুবকের এই গান আপাতত ঘোরাফেরা করছে নেটদুনিয়ায় আনাচে-কানাচে। অনেকেই বলছেন আরেকজন রানু মণ্ডলকে পাওয়া গিয়েছে। অনেকেই চাইছেন রানুর মতো এই যুবকও তাঁর প্রতিভার উপযুক্ত সম্মান পাক।

1e843d00 ec53 4a21 b487 23968886d60e

প্রসঙ্গত, এমনই এক ভাইরাল ভিডিয়োর দৌলতেই ভাগ্য খুলে গিয়েছিল রানু মণ্ডলের। রানাঘাট স্টেশনের ভবঘুরে জীবন থেকে এখন মুম্বইয়ের ঝাঁ চকচকে লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে গিয়েছেন তিনি। রানাঘাট স্টেশনে বসে লতা মঙ্গেশকরের জনপ্রিয় গানগুলো অবলীলায় গাইতেন রানু। সেই গানের ভিডিওই এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। বাকিটা সবারই জানা। ইতিমধ্যেই হিমেশ রেশমিয়ার সঙ্গে দু দুটি গানের রেকর্ডিং করে ফেলেছেন রানু মণ্ডল।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর