আমি আপনাদের পাহাড়াদার! কেউ আপনাদের অধিকার ছিনিয়ে নিতে চাইলে তাকে আমার মৃতদেহের উপর দিয়ে যেতে হবেঃ মমতা

বাংলা হান্ট ডেস্কঃ দেশের মানুষের জন্য কেউ চৌকিদার তো কেউ আবার পাহাড়াদার! দক্ষিঁণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় এক জনসভা থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি আপনাদের পাহারাদার । দেশের মানুষের অধিকার কাউকে ছিনিয়ে নিতে দেব না । তিনি আরও বলেন,  আমরা কারও দয়ার বেঁচে নেই ।’

mamata banerjee 6

সভামঞ্চ থেকে প্রকাশ্যে তিনি বলেছেন, তিনি বাংলা তথা দেশের মানুষের পাহাড়াদার । কেউ যদি মানুষের অধিকার ছিনিয়ে নিতে চায়, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃতদেহের উপর দিয়ে যেতে হবে তাকে । কোনও মিথ্যা,গুজবে কান দেবেন না । কোনও  চক্রান্ত থেকে দূরে থাকার কথা বলেছেন মমতা ।

একসময় নরেন্দ্র মোদির বক্তৃতায় শোনা যেত, তিনি দেশবাসীর চৌকিদার । এবার বাংলার মুখ্যমন্ত্রীর বক্তৃতার শোনা যাচ্ছে তিনি মানুষের পাহাড়াদার । মানুষের সমস্ত চিন্তার ভার তাঁর । দিন-রাত পাহাড়া দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে রাজ্যের প্রশাসনিক প্রধান । এনপিআর চালু করার কথা হয়েছিল অসম ছাড়া অন্যান্য রাজ্যে । কিন্তু এনপিআর হল এনআরসি-র প্রথম পদক্ষেপ, এমনটাই মনে করছে বাংলার সরকার । তাই কোনওভাবেই তা চালু হতে দেওয়া হবে না বাংলায়। তার জন্য বিক্ষোভ-আন্দোলনে সামিল হয়েছে  শাসকদল সহ বিজেপি বিরোধী দলগুলি ।

অন্যদিকে দেশজুড়ে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদের ঝড় বইছে । সমালোচকদের মতে , এই আইন সংবিধান বিরোধী । বিগত কয়েক দিনে এই আইনের প্রতিবাদে কলকাতা সহ বেশে কিচু জায়গায় প্রতিবাদ মিছিলে পা মেলান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বাংলায় এনআরসি, এনপিআর, সিএএ কোনও কিছুই হতে দেবেন না মমতা । তিনি বলেছেন, ‘ ওরা আমাদের অধিকার ছিনিয়ে নেবে, আমরা বসে বসে ললিপাপ খাব?’

 

 

 

সম্পর্কিত খবর