বাংলা হান্ট ডেস্কঃ দেশের মানুষের জন্য কেউ চৌকিদার তো কেউ আবার পাহাড়াদার! দক্ষিঁণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় এক জনসভা থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি আপনাদের পাহারাদার । দেশের মানুষের অধিকার কাউকে ছিনিয়ে নিতে দেব না । তিনি আরও বলেন, আমরা কারও দয়ার বেঁচে নেই ।’
সভামঞ্চ থেকে প্রকাশ্যে তিনি বলেছেন, তিনি বাংলা তথা দেশের মানুষের পাহাড়াদার । কেউ যদি মানুষের অধিকার ছিনিয়ে নিতে চায়, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃতদেহের উপর দিয়ে যেতে হবে তাকে । কোনও মিথ্যা,গুজবে কান দেবেন না । কোনও চক্রান্ত থেকে দূরে থাকার কথা বলেছেন মমতা ।
একসময় নরেন্দ্র মোদির বক্তৃতায় শোনা যেত, তিনি দেশবাসীর চৌকিদার । এবার বাংলার মুখ্যমন্ত্রীর বক্তৃতার শোনা যাচ্ছে তিনি মানুষের পাহাড়াদার । মানুষের সমস্ত চিন্তার ভার তাঁর । দিন-রাত পাহাড়া দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে রাজ্যের প্রশাসনিক প্রধান । এনপিআর চালু করার কথা হয়েছিল অসম ছাড়া অন্যান্য রাজ্যে । কিন্তু এনপিআর হল এনআরসি-র প্রথম পদক্ষেপ, এমনটাই মনে করছে বাংলার সরকার । তাই কোনওভাবেই তা চালু হতে দেওয়া হবে না বাংলায়। তার জন্য বিক্ষোভ-আন্দোলনে সামিল হয়েছে শাসকদল সহ বিজেপি বিরোধী দলগুলি ।
অন্যদিকে দেশজুড়ে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদের ঝড় বইছে । সমালোচকদের মতে , এই আইন সংবিধান বিরোধী । বিগত কয়েক দিনে এই আইনের প্রতিবাদে কলকাতা সহ বেশে কিচু জায়গায় প্রতিবাদ মিছিলে পা মেলান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বাংলায় এনআরসি, এনপিআর, সিএএ কোনও কিছুই হতে দেবেন না মমতা । তিনি বলেছেন, ‘ ওরা আমাদের অধিকার ছিনিয়ে নেবে, আমরা বসে বসে ললিপাপ খাব?’