এই মুরসুমের আইপিএলে বেশ কয়েকটি বদল আসতে চলেছে অর্থাৎ 2020 আইপিএলে বেশ কয়েকটি নিয়ম বদলে যেতে চলেছে এমনটাই জানিয়ে দিল বিসিসিআই। সাধারণত প্রত্যেক বছর সপ্তাহে ছুটির দিন গুলি অর্থাৎ শনিবার ও রবিবার দুটি করে ম্যাচ থাকে। প্রথম ম্যাচটি হয় বিকেল 4 টায় এবং পরের ম্যাচটি হয় রাত 8 টায়। কিন্তু এবারের আইপিএলে সেই নিয়ম উঠে যাচ্ছে অর্থাৎ এবার আইপিএলে প্রত্যেক দিনই একটি করে ম্যাচ হতে চলেছে।
বিসিসিআই সূত্রে জানানো হয়েছে এবার আইপিএলের সূচী পুরোপুরি ভাবে তৈরি না হলেও মোটামুটি ভাবে তৈরি হয়ে গিয়েছে, সেখানে দেখা যাচ্ছে এবারের আইপিএল শুরু হতে চলেছে 29 শে মার্চ মুম্বাইয়ের ওয়ানখেড় স্টেডিয়ামে এবং ফাইনাল ম্যাচটি হতে 24 শে মে 2020 তে। এবার আইপিএলে প্রত্যেক দিন যেহেতু একটি করে ম্যাচ হাতে চলেছে তাই এবার 45 দিনের পরিবর্তে 57 দিনের আইপিএল হতে চলেছে। এছাড়াও ম্যাচ শেষে দর্শকদের বাড়ি ফেরার কথা মাথায় রেখে প্রত্যেকটি ম্যাচ সন্ধে সাড়ে সাতটায় শুরু করার কথাও ভাবা হয়েছে।
তবে এইসব প্রস্তাব গুলি এখন পর্যন্ত ভাবনায় রয়েছে কোনো কিছুই চূড়ান্ত হয় নি। আইপিএলের প্রত্যেকটি ফ্রাঞ্চাইজি এইসব প্রস্তাবে সাই দিলেও এখনো পর্যন্ত বিসিসিআই এর শিলমোহর পরে নি। বিসিসিআই শিলমোহর দিলেই এইসব প্রস্তাব চূড়ান্ত হবে। সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদে বসার পর বিশাল পরিমাণ খরচ বাঁচাতে ইতিমধ্যেই আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বন্ধ করে দিয়েছেন। এবার মাঠে আরও বেশি করে দর্শক টানতে নয়া উদ্দ্যোগ নিতে চলেছে সৌরভ গাঙ্গুলি নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।