বাংলাহান্ট ডেস্কঃ বিশ্বব্যাপী সোনাকে অর্থনীতির মূল কাঠামো হিসাবে ধরা হয়। কোনো দেশের কাছে কতটা সোনা গচ্ছিত রয়েছে তার উপর সেই দেশটির অর্থনৈতিক কাঠামো নির্ভর করে। একই সাথে ভারতের মত দেশে সামাজিক ক্ষেত্রেও সোনার ভূমিকা অনন্য। সোনা ছাড়া আমাদের দেশে বিবাহ, অন্ন প্রাশন ইত্যাদি কোনো শুভ অনুষ্ঠান কল্পনাই করা যায় না।
গত কয়েক দিন ধরেই সোনার দাম ক্রমশ বেড়েই চলেছিল। যার জন্য দেশের মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ছিল। স্বর্ণ ব্যবসায়ি সহ স্বর্ণ শিল্পীদের অনেকেই লোকসানের মুখে ।এবার কলকাতায় সস্তা হল সোনার দাম।কলকাতায় গহনা সোনার প্রতি গ্রামের দাম ১১৪ টাকা কমে ৩,৯৩৫ টাকা , ৮ গ্রামের দাম কমেছে ৯১২ টাকা, ১০ গ্রামের দাম কমেছে ১,১৪০ টাকা। গহনার সোনা বলতে মূলত ২২ ক্যারাট সোনাকে বোঝানো হয়ে থাকে। একই সাথে শহরে ২৪ ক্যারাট সোনার ১ গ্রামের দাম ১০৩ টাকা কমে ৪,০৭৫ টাকা
সোনার দাম বেড়েছে অনেকদিন ধরেই যার জেরে গত কয়েক বছরে অনেক স্বর্ণশিল্পীই সোনার কাজ ছেড়ে অন্য কাজের দিনে পাড়ি দিয়েছে জীবন ধারনের জন্য। একই সাথে চিন্তায় মাথায় হাত পরেছিল মধ্যবিত্তেরও।
তবে এই পতন হতে পারে সাময়িক। আন্তর্জাতিক স্তরে ইরাক ও আমেরিকার মধ্যে যুদ্ধ পরিস্থিতি জটিল হলে তার প্রভাব সোনায় পড়বে বলেই মত অর্থনীতি বিশেষজ্ঞদের।বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কারনেও বাড়বে সোনার দাম। যদি সোনার গয়না বানানোর ইচ্ছে থাকে তবে এক্ষুনি তা বানিয়ে নিন। নইলে পস্তাতে হতে পারে।