বাংলা হান্ট ডেস্ক: দীপিকা পাডুকোন এর নতুন ছবি “ছাপাক” এর প্রমোশনের জন্য শেষ পর্যন্ত তাদের পাশে দাঁড়ালেন যে ক্যাম্পাস থেকে উঠেছিল ভারতের টুকরে হোঙ্গে আজাদের মতো স্লোগান। তাদের পাশে দাঁড়াতে দেখা গেল তাকে। এজন্য স্মৃতি রানী ও তাকে এক হাত নিতে ছাড়েননি। তিনি দিয়েছেন কড়া জবাব।
নাগরিকত্ব আইন নিয়ে একসময় মুখ খুলতে চাইছিলেন না রাজনীতির বাইরে থাকা বিশেষ ব্যক্তিত্বরা। কিন্তু ধীরে ধীরে মুখ খুলতে আরম্ভ করলেন অভিনেতা অভিনেত্রী থেকে আরম্ভ করে ক্রিকেট জগতের বহু। আর এবার ভারতীয় টিমের কোচ যিনি সমস্ত ভারতীয় টিমকে পরিচালনা করেন তিনি এবার মুখ খুললেন নাগরিকত্ব বিল নিয়ে।
শুধু মুখ খুললেন তা নয়, তিনি সমর্থন জানালেন এবং ভারতীয়দের পাশে থাকার আশ্বাস দিলেন। এবার কেন্দ্রের নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে মুখ খুললেন ভারতীয় ক্রিকেটের কোচ রবি শাস্ত্রী। আইনের বিষয়ে দেশবাসীকেও সচেতনতার বার্তাও দিলেন তিনি।
সংবাদমাধ্যমকে তিনি বৃহস্পতিবার বলেন,-” ১৮ বছর বয়সে খেলার সময় থেকেই আমরা নিজেকে ভারতীয় মনে করি। বিভিন্ন ধর্মের ক্রিকেটাররা আমাদের সাথে ছিল। তার কথায়, আপনারা একটু ধৈর্য ধরুন। কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই এই আইনের ব্যাপারে গভীর কোনও চিন্তাভাবনা করেছে। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি এটার ইতিবাচক ফল পাওয়া যাবে। ভারতীয়দের জন্য ভাল কিছু অপেক্ষা করছে। ”
যদিও তিনি বলেন, -“আইনের কোনো পরিবর্তন প্রয়োজন পড়লে সেটাও নিশ্চয়ই করা হবে। কিন্তু এটা ভারতবাসী হিসাবে আমাদের লাভ হবে।”