বাংলা হান্ট ডেস্কঃ ব্যাঙ্কের গ্রাহকদের জন্য তো রোজই নতুন নিয়ম চালু হচ্ছে। এবার নতুন বছরে পোস্ট অফিসের গ্রাহকদের জন্যও বিশেষ নিয়ম। নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে গেলে গুনতে হবে ট্যাক্স । স্বল্প সঞ্চয় প্রকল্প স্কিমের জন্য বেশিরভাগ ক্ষেত্রে পোস্ট অফিসের উপরই নির্ভরশীল গোটা দেশের মানুষ ।
পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় প্রকল্পে যাঁরা টাকা জমান, তাদের জন্য় নতুন নিয়ম ধার্য হল, কোনও একটি অর্থবর্ষে যদি অতিরিক্ত মাত্রায় টাকা তোলা হয়, তবে সেক্ষেত্রে ওই ব্যক্তিকে দিতে হবে ট্যাক্স ডিডাক্টেড সোর্স বা টিডিএস । একটি অর্থবর্ষের মধ্যে যদি কেউ ১ কোটি টাকা তোলেন, তাঁকে দিতে হবে ২ শতাংশ টিডিএস ৷ ২০১৯-এর পয়লা সেপ্টেম্বরের পর থেকে লাগু হচ্ছে এই বিধি ৷ অর্থাত্ ওই সময়ের পর থেকে কোনও ব্যক্তি যা টাকা তুলবেন এক অর্থবর্ষে মোট কত টাকা তোলা হল, সেটি কাউন্ট করা হবে ৷
এছাড়া সেভিংস অ্যাকাউন্ট, পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট ও রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট চেক নেওয়ার সীমা সংক্রান্ত নিয়মেও কিছু সংশোধন করা হয়েছে ৷গ্রাহকদের উন্নতমানের পরিষেবা দেওয়ার জন্য হতে চলেছে পোস্ট অফিস পেমেন্ট ব্যাঙ্ক ৷ পোস্ট অফিসের অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য বড় ছাড়ের ঘোষণা ৷ বর্তমানে পোস্ট অফিসের যে কোনও নন হোম ব্রাঞ্চে ২৫০০০ টাকার বেশি চেক জমা করতে পারবে ৷ যা এর আগে করা যেত না ৷
বেশ কিছু অভিযোগ ওঠার পর ডাক বিভাগের পক্ষ থেকে বেশ কয়েকটি নিয়ম পরিবর্তন করা হয়েছে ৷ ডাক বিভাগের এই সিদ্ধান্তে জেরে যে কোনও নন হোম ব্রাঞ্চে সেভিংস অ্যাকাউন্ট, আরডি, পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে ২৫০০০ এর বেশি টাকা জমার ক্ষেত্রে সুবিধা মিলবে ৷