ফেসবুক একটি ‘ভয়ংকর ভুল’, মত জুকারবার্গের

বাংলাহাণ্ট ডেস্কঃ ফেসবুক, সারা বিশ্বে সবথেকে বহুল প্রচলিত সামাজিক মাধ্যম। কিন্তু সেই ফেসবুক কি আদেও আমাদের সমাজকে উন্নতির দিকে এগিয়ে দিচ্ছে নাকি সমাজে নিয়ে এসেছে এক চরম সংকট। এই সমালোচনা বহুদিনের। এবার এই সমালোচনায় অংশ নিলেন স্বয়ং ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। শুধু সমালোচনায় অংশই নেননি তিনি নিজের সংস্থার নেতিবাচক প্রভাব সম্পর্কে করলেন মন্তব্য।

ফেসবুক সমাজকে বিপুল ক্ষতির মুখোমুখি করছে, এমনটাই মনে করেন মার্ক জুকারবার্গ। তার মতে তিনি ফেসবুক তৈরি করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমকে আরো শক্তিশালি করবার জন্য। কিন্তু অপব্যবহারের ফলে ফেসবুকের নেতিবাচক প্রভাব পড়ছে সমাজে। সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষে ফেসবুক অনেকরকম টুলস এনেছে। কিন্তু তারও ভুল ব্যবহার হয়েছে। তাই জুকারবার্গের মতে ফেসবুক তার একটি ‘ভয়ংকর ভুল’।

facebook 1

ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট চামাথ পালিপিতিয়া এক কদম এগিয়ে বলেছেন,  তিনি আরও জানান তিনি তাঁর সন্তানকে ফেসবুক ব্যবহার করতে দেন না। কারন শিশুরা ফেসবুকে অংশ গ্রহন করছে এবং শিশুদের মাথায় কখন কি চলে সেটা ঈশ্বরই জানেন।

মার্ক জাকারবার্গ, হার্ভার্ড এ অধ্যয়ন করার সময় অক্টোবর ২৮, ২০০৩ এ  ফেসবুক তৈরি করেন।  ফেসবুকের পূর্বসূরি সাইট ফেসম্যাস। এতে তিনি হার্ভার্ডের ৯ টি হাউস এর শিক্ষার্থীদের ছবি ব্যবহার করেন। ২০০৪ সালের  ডিসেম্বরে ব্যবহারকারীর সংখ্যা ১০ লাখে পৌঁছায়। ২০১০ সালে সংখ্যাটা দাঁড়ায়  ৫৫ কোটি। যদিও ২০১৮ সালের সেপ্টেম্বরে প্রায় পাঁচ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য চুরি করা হয়। হামলাকারীরা ফেসবুকের “ভিউ এজ” ফিচারটি ব্যবহার করে হামলা করে। এই তথ্য চুরির পর ফেসবুকের শেয়ার ৩ শতাংশ কমে যায়। যার ফলে বিতর্কের মুখে পরেছিল ফেসবুক।

 

 

সম্পর্কিত খবর