রেশন নিয়ে দুর্নীতি করলে রেশন ডিলারদের জেল খাটতে হবে, হুঁশিয়ারি অনুব্রতর

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে রেশনের খাবার এবং রেশন ডিলারদের বিরুদ্ধে বারবার অভিযোগ তুলেছে মানুষ । খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সে নিয়ে এর আগে রেশন ডিলারদেরকে সাবধানও করেছিলেন । এবার ময়দানে নামলেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

anubrata 1

সপ্তাহে চারদিন দোকান খোলা রাখার নিদান দিলেন অনুব্রত মণ্ডল ।তিনি বলেছেন, এক সপ্তাহে কেউ যদি রেশনের বরাদ্দ চাল, আটা না তুলতে না পারে, পরের সপ্তাহে তাকে তার প্রাপ্যটুকু দিয়ে দিতে হবে । তা না হলে রেশন ডিলারদের জেল খাটতে হবে । এমনকি বাজেয়াপ্ত করে নেওয়া হবে লাইসেন্স।

বীরভূমের ময়ূরেশ্বর দু-নম্বর ব্লকের কোটাসুরে আয়োজিত তৃণমূলের সভা থেকে রেশন ডিলারদের এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি । এদিনের মঞ্চ থেকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনও রকম দুর্নীতি রেশন ডিলারদের বরদাস্ত করা হবে না ।

কোনও রেশন ডিলার যদি দুর্নীতিপরায়ণ হয় এবং সেই সঙ্গে তৃণমূলের কর্মী হয়, তাকে আগে জেলে ভরা হবে, জানিয়েছেন কেষ্ট । এক একটি অঞ্চলে প্রায় চার-পাঁচটা করে রেশন ডিলার আছে, অঞ্চল প্রেসিডেন্টদেরকে একটা জিনিস নজরে রাখতে বলা হয়েছে,রেশন ডিলারদের দুর্নীতির জন্য গরীব মা-বোনেরা ঠিকমতো তাঁদের প্রাপ্যটুকু পাচ্ছেন কিনা । এক সপ্তাহে যদি চাল না তুলতে পারেন কেউ, সেক্ষেত্রে পরের সপ্তাহে তুলবেন, সেটাই নিয়ম আছে সরকারের । অঞ্চল সভাপতিদের লক্ষ্য রাখতে বলা হয়েছে, যদি কেউ কন্ট্রোল না দেয়, তার নামে থানায় এফআইআর করার নির্দেশ দিয়েছেন অনুব্রত ।

এদিনের সভামঞ্চ থেকে তিনি বলেছেন, জেসাশাসকের সঙ্গে আলোচনা করে প্রত্যেক পঞ্চায়েতে সার্কুলার দেওয়া হোক, সপ্তাহে চারদিন রেশন দোকান খোলা থাকবে, রেশনে কোন কোন জিনিস পাওয়া যাবে । যে ডিলার  মানুষের প্রাপ্য জিনিস নিয়ে দুর্নীতি করার চেষ্টা করবে, তাদের জেল খাটতে হবে, হুঁশিয়ারি অনুব্রতর ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

সম্পর্কিত খবর