আবহাওয়ার খবরঃ রাজ্যজুড়ে কমবে শীতের তীব্রতা

বাংলাহান্ট ডেস্কঃ রাজ্য জুড়ে কমছে শীতের দাপট। আগামী কয়েকদিনে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার সম্ভাবনা বর্তমান। বৃষ্টির সম্ভাবনাও নেই আগামী ২ দিন। আবহাওয়া দপ্তর সূত্রে খবর। পশ্চিমী ঝঞ্ঝার কারণেই তাপমাত্রার পরিবর্তন। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ১৪ ডিগ্রির কাঁটা। শনিবার বাড়বে কমপক্ষে আরো এক ডিগ্রি। শনিবার ১৫-১৬ ডিগ্রি সেলসিয়াস হবে সর্বনিম্ন তাপমাত্রা।

আবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে জম্মু-কাশ্মীরে। যার ফলে আজ জম্মু-কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে হতে পারে তুষারপাত। সাথে পাল্লা দিয়ে ভারি বৃষ্টি । শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের রাজ্য পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লি উত্তরপ্রদেশে।

QT bengal winter 1

সর্বনিম্নের কাঁটা ১৫ ডিগ্রি সেলসিয়াস ছোঁয়ার সম্ভাবনা থাকলেও বাড়ছে না সর্বোচ্চ তাপমাত্রা। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। আজ এবং আগামী কয়দিন সেই তাপমাত্রা থাকবে। মঙ্গলবার থেকে পারদ কিছুটা কমার সম্ভাবনা। বাতাসের আপেক্ষিক আদ্রতা ৪৪ শতাংশ। দৃশ্যমানতা ১৬ কিলো মিটার।

এবছরের শীতের ইনিংস শুরু হয়েছিল টি-টোয়েন্টির মত ঝোড়ো ভাবেই। কিন্তু হঠাৎ করেই পশ্চিমি ঝঞ্ঝার কারনে সেই ইনিংস মন্থর হয়ে যাওয়ায় হতাশ হয়েছিল শীত প্রেমিরা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল বড়দিন হতে পারে শীতের উষ্ণতম দিন। নতুন বছরেও বৃষ্টি হয়েছে কয়েকবার। শীতও ফিরেছে বারবার স্বমহিমায় । কিন্তু আবহাওয়া বিদরা মনে করছেন, আর ফিরবে না শীত। ফিরলেও সেই ইনিংস হবে অনেকটাই মন্থর।

সম্পর্কিত খবর