বাংলা হান্ট ডেস্কঃ মহারাষ্ট্রে (Maharashtra) শিবসেনার (Shiv Sena) মুখপাত্র তথা শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত (Sanjay Raut) ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) উপর আন্ডারওয়ার্ল্ড ডন (Underworld Don) হাজি মস্তান আর করীম লালার (Karim Lala) সাথে ঘনিষ্ঠতা রাখার গুরুতর অভিযোগ তুলেছেন। ওনার এই বয়ানের পর কংগ্রেসের মুশকিল অনেকখানিই বেড়ে গেছে, আর বিজেপির (BJP) কাছেও কংগ্রেসকে (Congress) আক্রমণ করার সুযোগ চলে এসেছে। কংগ্রেস আবার তাঁদের জোট সঙ্গি শিবসেনার নেতা সঞ্জয় রাউতের কাছে এই বয়ানের প্রমাণ চেয়েছে।
Sanjay Raut, Shiv Sena: There was a time when Dawood Ibrahim, Chhota Shakeel, Sharad Shetty used to decide who would be Police Commissioner of Mumbai & who would sit in 'Mantralaya'. Indira Gandhi used to go and meet Karim Lala. We've seen that underworld, now it's just 'chillar' pic.twitter.com/aLC6KoujRZ
— ANI (@ANI) January 15, 2020
মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে নিজের সাংবাদিকতার অভিজ্ঞতা শেয়ার করে সঞ্জয় রাউত বলেন, আশির দশকের শুরুতে মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড ডন করীম লালা, মস্তান মির্জা (হাজি মস্তান) আর ভরদারজন মুদালাইয়ার এই তিন ডন ছিল। তাঁরাই ঠিক কোর্ট যে, মুম্বাইয়ের পুলিশ কমিশনার কে হবে, আর কে রাজ্যের সচিবালয়ে বসবে। যখন হাজি মস্তান মন্ত্রালয়ে আসত, তখন পুরো সচিবালয় তাঁকে দেখার জন্য কাজ ছেড়ে নীচে চলে আসত। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী করীম লালার সাথে দক্ষিণ মুম্বাইয়ে সাক্ষাৎ করতেন।
সঞ্জয় রাউত আরেকটি চাঞ্চল্যকর তথ্য সামনে এনে বলেন, ১৯৯৩ সালের মুম্বাইয় বোমা হামলার প্রধান দোষী ডন দাউদ ইব্রাহিমের সাথে তিনি দেখা করেছিলেন। তিনি এও বলেন যে, দাউদের সাথে সাক্ষাতে তিনি দাউদকে ধমকিয়ে ছিলেন। উনি বলেন, আমরা সেই সময় আন্ডারওয়ার্ল্ড দেখেছিলাম। এখন সব খুচরো পয়সা গুলো বেঁচে আছে।
Sanjay Raut, Shiv Sena in Mumbai: The respect that I have always shown towards Indira Gandhi, Pandit Nehru, Rajiv Gandhi & the Gandhi family, despite being in opposition, nobody has done it. Whenever people have targeted Indira Gandhi, I have stood up for her. pic.twitter.com/1cDSq9AZci
— ANI (@ANI) January 16, 2020
সঞ্জয় রাউতের এই বয়ানে কংগ্রেসের কোন বরিষ্ঠ নেতা মন্তব্য করেন নি। কিন্তু কংগ্রেসের মুখপাত্র চরণ সিং সাপরা বলেন, ‘রাউত যা বলেছেন, সেটার প্রমাণ দিক তিনি। আমরা এই বয়ানকে সঠিক মানিনা।” আপনাদের জানিয়ে রাখি, মহারাষ্ট্রে কংগ্রেস, এনসিপি আর শিবসেনা মিলে সরকার গঠন করেছে।