শ্লীলতাহানি জায়রার কল্পনাপ্রসূত, কটু ভাষায় অভিনেত্রীকে আক্রমণ পায়েলের

বাংলাহান্ট ডেস্ক: ফের বিতর্কের কেন্দ্রে অভিনেত্রী পায়েল রোহতাগি। বলিউডের প্রাক্তন অভিনেত্রী জায়রা ওয়াসিমকে নিয়ে ‘বিতর্কিত’ টুইট করে নেটিজেনদের সমালেচনার শিকার হয়েছেন তিনি। তিন বছর আগে বিমানে তাঁর সঙ্গে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন তিনি। সেই অভিযোগেই বিকাশ সচদেব নামে এক ব্যক্তিকে কিছুদিন সাজা শোনানো হয় মুম্বইয়ের বিশেষ আদালতে। সেই প্রসঙ্গেই মুখ খুলেছেন পায়েল। জায়রার এই বক্তব্যকে কটাক্ষ করে রীতিমতো কটু ভাষায় তাঁকে আক্রমণ করেছেন পায়েল।

জায়রার এই অভিযোগ ও ওই ব্যক্তির সাজা সম্পর্কে টুইটারে পায়েল মন্তব্য করেন,  বিমানের বিজনেস ক্লাসে কেই কীকরে পা দিয়ে কাউকে স্পর্শ করতে পারে। জায়রার এই শ্লীলতাহানির অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা। পুরো ব্যাপারটাই তাঁর কল্পনাপ্রসূত। এমনকি ওই ব্যক্তিকে সাজা দেওয়ার আদালতের রায় নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন পায়েল।

https://twitter.com/Payal_Rohatgi/status/1217436571831541760

স্বাভাবিক ভাবেই পায়েলের এই মন্তব্যকে ঘিরে সমালোতনার ঝড় উঠেছে নেটদুনিয়ায়। জায়রার মতো প্রতিভাবান অভিনেত্রীকে এভাবে কটু ভাষায় আক্রমণ করায় নেটিজেনদের ক্ষোভের মুখ পড়তে হয়েছে পায়েলকে। অবশ্য এটা প্রথমবার নয়, এর আগে গান্ধী পরিবারকে নিয়ে কটুক্তি করায় আইনি বেফাজতে থাকতে হয়েছিল তাঁকে।

images 6 4

প্রসঙ্গত, সম্প্রতি জানা গিয়েছে তিন বছর আগে বিমান যাত্রার সময় এক বলিউড অভিনেত্রীকে যৌন হেনস্থার দায়ে মুম্বইয়ের বিশেষ আদালতে সাজা শোনানো হয়েছে বছর ৪১-এর বিকাশ সচদেবকে। খবরে অভিনেত্রীর নাম প্রকাশ না করে বলা হয় সেই সময় তিনি নাবালিকা ছিলেন। তাই পকসো আইনের আওতায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে। এছাড়াও ভারতীয় দণ্ডবিধির আরও বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের হয় ব্যক্তির বিরুদ্ধে। আদালত তাঁকে তিন বছর সশ্রম কারাদণ্ড ও ২৫০০০ টাকা জরিমানার সাজা শোনায়।

Niranjana Nag

সম্পর্কিত খবর