ভাইরালঃ হাঁসের বুদ্ধিতে নাকানি চোবানি ৩ বাঘের

বাংলাহান্ট ডেস্কঃ বাঘের সাথে পেরে উঠবে পৃথিবীতে এমন প্রানী খুবই কম আছে। চাতুর্য ও শক্তি কোনোটাতেই বাঘ কম যায় না। মানুষের লোকালয় থেকেও সে অনায়াসে চাতুর্যের সাথে নিজের খাবার নিয়ে যায়, সে পালিত পশু হোক বা শিশু। কিন্তু উপস্থিত বুদ্ধি জোরে ৩ টি বাঘের সাথে অসম লড়াইয়ে মাত দিল একটি হাঁস। যে ভিডিও টি সোস্যাল মিডিয়ায় ভাইরাল।

সাড়ে পাঁচ মিনিটের এই ভিডিও টিতে দুটি আলাদা ভিডিও ক্লিপ রয়েছে। প্রথমটিতে দেখা যাচ্ছে ৪ টি বাঘ। যারা একটি অগভির পুকুরে হাঁস শিকার করতে নেমেছে। কিন্তু কিছুতেই বাগে আনতে পারছে না। অবশ্য মাঠে নেমেছে ৩ টেই বাঘ। অপরজন দর্শনার্থী। তারা বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়ছে হাঁস টির ওপর। কিন্তু অবলীলায় সেই বাঘদের থেকে ডুব সাঁতারে নিজেকে বাচিয়ে নিচ্ছে একরত্তি হাঁস। এক বার নয় বার বার। যেন কোনো যাদু শিল্পীর ভোজবাজি। চোখের সামনেই পলকের মধ্যেই উধাও হাঁস টি।

https://www.facebook.com/467714540669269/videos/576496996523014/

এর সাথেই যুক্ত আছে আরো একটি ক্লিপ। যেখানে একটি ছোট কৃত্রিম জলাশয়ে একই কায়দায় নাকানি চোবানি খাচ্ছে একটি বাঘ। হাঁসের এই ভোজ বাজিতেই মেতেছে গোটা দুনিয়া। অনেকে হাঁসটির বুদ্ধির তারিফ করছেন। এমন বুদ্ধি মানের জন্য যদিও কোনো তারিফ ই যথেষ্ট নয়।
ইতিমধ্যে ভিডিও টিতে রিয়াক্ট করেছেন ৪১ হাজারের বেশী নেটিজেন। নিজেদের মন্তব্য করেছেন ৮২৭ জন ব্যবহারকারী। ৩৩ হাজারের বেশী লোক পোস্ট টিকে অন্যদের সাথে ভাগ করে নিয়েছেন।

বা

 

সম্পর্কিত খবর