‘এক দেশ, এক রেশন কার্ড’, পয়লা জুন থেকে প্রকল্পের আওতায় পুরো ভারতবাসী, কি কি বাড়তি সুবিধা পাবেন আপনি…!

বাংলা হান্ট ডেস্কঃ ‘একটাই দেশ, একটাই রেশন কার্ড’ । এই নিয়ে বেশ কিছুদিন ধরেই কাজ হচ্ছিল। ২০২০ সালের জুন মাস থেকে সেই প্রকল্প চালু হতে চলেছে গোটা দেশে। গোটা দেশবাসীর খাদ্যের অধিকার সুনিশ্চিত করতেই হবে, তাই এই সিদ্ধাম্ত খুব শীঘ্রই নিতে চলেঠে মোদি সরকার।

ration card

সে কথা মাথায় রেখেই  পয়লা জুন থেকে দেশজুড়ে চালু হতে চলেছে ‘এক দেশ, এক রেশন কার্ড’ । সোমবার সাংবাদিক সম্মেলনে এমনটাই বার্তা দিয়েছেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাস পাসওয়ান ৷ ১ জুন থেকেই এই প্রকল্পের আওতায় পড়বে গোটা দেশ, জানিয়ে দিয়েছেন মন্ত্রী ৷ মন্ত্রী জানিয়েছে, এই প্রকল্প চালু হলে  ভুয়ো রেশন কার্ড বন্ধ করা সম্ভব হবে। এছাড়া দেশের যে কোনও প্রান্ত থেকে একটি মাত্র রেশন কার্ডের মাধ্যমেই রেশন তুলতে পারবেন দেশের সব মানুষ।

ration

এই প্রকল্প চালু হলে আরও অনেক সুবিধা মিলবে, দাবি পাসওয়ানের ৷ এক দেশ, এক রেশন’ কার্ড চালু হলে কোনও উপভোক্তা দেশের যেকোনও প্রান্তের রেশন দোকান থেকে সরকার-নির্ধারিত ভর্তুকিযুক্ত মূল্যে খাদ্যশস্য কিনতে পারবেন । তখন দেশের সমস্ত রেশন কার্ডের তথ্য একটি সার্ভারে জমা থাকবে ।

কেউ যদি ভিন-রাজ্যে গিয়ে বসবাস করেন, তাহলে তাঁর পক্ষে সহজেই রেশন তোলা সম্ভব হবে ৷  গোটা দেশজুড়েই এক রেশন কার্ড দিয়ে রেশন তুলতে পারবেন দেশের সমস্ত নাগরিক ৷

 

সম্পর্কিত খবর