আমাদের দেশে দলের সমর্থন কারির অভাব নেই। দলের প্রতি ভালোবাসা আর নিষ্ঠা তাদের এক এক সময় এক এক রকমের অদ্ভুত কাজের পরিচয় দেয়। প্রত্যেক দলেই এরকম অনেক অনুগামীদের দেখতে পাওয়া যায় । তার মধ্যে এই ঘটনা একটু অন্যরকম। বাবা বিনোদ জৈন পেশায় একজন মিডিয়া কর্মী , আর বাড়ির সবাই মনে প্রানে কংগ্রেস দলের সমর্থনকারি। তাই বিনোদ জৈন তার ছেলের নাম রাখলেন কংগ্রেস জৈন।
তাদের বাড়িতে সবাই অনেক বছর আগে থেকেই এই দল্ কে মেনে আসছেন। বংশ পরম্পরায় এই নিয়ম চলে আসছে। তাই বাড়ির সবাই চান তাদের বাড়ির নতুন সদস্য সেও এই দল কে সমর্থন করুক।বিনোদ জৈন উদয়পুরের এই ব্যক্তি রাজস্থানে মুখ্যমন্ত্রীর মিডিয়া বিভাগে কাজ করেন। তবে এতোটুকু শিশুর নাম রাজণইতিক দলের নামে হওয়ায় অনেকেই এই ব্যাপারটা মেনে নিতে পারচেন না।
বাড়ির সকল লোকজন মেনে নিতে নারাজ তারা ছোট্ট ক্ষুদেকে কংগ্রেস নামে ডাকতে চাইছেন না। তাই বলে তার বাবা পিছিয়ে আসেন নি। তিনি তার সিদ্ধান্তে অনড়। তিনি জানিয়েছেন তার নাম এটাই রাখা হয়েছে আর এটাই থাকবে। কিন্তু গত বছরের জুলাই মাসেই তাঁর সন্তান জন্ম নিলেও তার জন্মের শংসাপত্র হাতে পেতে বেশ কিছুটা সময় লেগেছে। জন্মের কয়েকদিন পরে তার এই নামকরন করা হয়। তাছাড়া তার নাম করার পরেও এত সময় লেগে গেছিলো।
কিন্তু তাও নাম বদলানো হয়নি। বিনোদ জৈন জানান তিনি চান তার ছেলে বড় হয়ে রাজনীতি করুক । তার অনেকদিনের ইচ্ছে, তবে অবশ্যি তাকে কংগ্রেস দলের হয়ে রাজনীতি করতে হবে। এর পাসাপাশি তিনি জানান তার বাড়িতে সবাই কংগ্রেস দলের ভক্ত, তাই আগামী দিনের প্রজন্ম ওই দলের হয়ে রাজনীতি করবে এটাই এখন তার ইচ্ছে ,একমাত্র আশা।