বাংলাহান্ট ডেস্কঃ বাজারে আসার পর টেলিকম ইন্ডাস্ট্রি প্রায় বেশীর ভাগটাই নিজের দখলে নিয়ে নিয়েছে জিও। নিত্যনতুন প্লান এনে জিও সবসময়ই গ্রাহকদের খুব পছন্দের টেলিকম পরিষেবা হয়ে উঠেছে। অপরদিকে ভারতী এয়ারটেল সহ অন্যান্য টেলিকম সংস্থা যথেষ্ট প্রতিযোগিতার সামনে ফেলেছে জিও কে।
এবার জিও কে যথেষ্ট প্রতিযোগিতার মুখে ফেলেছেনতুন টেলিকম সংস্থা- ‘ওয়াইফাই ডাব্বা’। এবার তারা চালু করল অভিনব এক অফার যাতে পাওয়া যাবে মাত্র এক টাকায় এক জিবি ডেটা। তাদের কানেকশন নিয়ে প্রাথমিক ভাবে সমস্যা থাকলেও এখন তারা এই সমস্যা কাটিয়ে উঠেছে বলে দাবি করা হচ্ছে ওয়াইফাই ডাব্বা’ সংস্থার পক্ষ থেকে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে “আমরা তিন বছর আগে যখন প্রকল্প শুরু করি, তখন বুঝতেই পারি মূল সমস্যাটি সংযোগ এবং দামের। এখন, আমরা ফাইবার প্রযুক্তি ব্যবহার করে কানেকশন কিনে আইএসপি হিসাবে কাজ করেছি।”
তারা আরো জানাচ্ছে থার্ড পার্টি হার্ডওয়্যার, সফ্টওয়্যার বা পরিকাঠামোর উপরে নির্ভর না করে মালিকানাধীন হার্ডওয়্যার, সফ্টওয়্যার এবং নেটওয়ার্কিং নির্মান করেছে সংস্থাটি। যার ফলে সস্তার ইন্টারনেট দেওয়া সম্ভব হচ্ছে। নতুন ডেটা ট্রান্সমিটিং-এ সুপারনোড প্রযুক্তি ব্যবহার করে ‘ওয়াইফাই ডাব্বা’ রাউটারের মাধ্যমে সুপারনোডের ট্রান্সমিট সম্পূর্ণ হবে। এর পরেই নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। এর ফলে ফলে ২ কিমি দূর পর্যন্ত নেটওয়ার্ক পাবেন গ্রাহক।
যদিও আপাতত এই পরিষেবা শুধু বেঙ্গালুরু শহরেই সীমাবদ্ধ। তবে নেটওয়ার্ক যদি ভাল থাকে তবে অচিরেই দেশব্যাপী গ্রহন যোগ্যতা তৈরী হবে ওয়াইফাই ডাব্বার।