CAA নিয়ে আন্দোলন দেশের গণতন্ত্রকে আরও শক্ত করবে, বললেন প্রণব

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সংশোধনী নাগরিকত্ব আইন চালু হয়েছে দু-মাস প্রায় হতে যায় । এতদিন পর মুখ খুললেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় । জাতীয় নির্বাচন কমিশনের ৭০ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দিল্লির এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তিনি।

মঞ্চ থেকে দেশের গণতান্ত্রিক পরিকাঠামো নিয়ে বার্তা দিলেন প্রণব মুখোপাধ্যায়। এদিন দেশের বিভিন্ন কঠিন পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, নাগরিকত্ব আইন নিয়ে দেশজুড়ে এক কঠিন পরিস্থিতির তৈরি হয়েছে। এই ফলে একদিকে ভালোই হচ্ছে তাঁর মতে। দেশের যুব সমাজ সংবিধানকে জানার বোঝার চেষ্টা করছে। শান্তিপূর্ণ বিক্ষোভের ফলে দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হয়ে উঠবে বলে মনে করেন প্রাক্তন রাষ্ট্রপতি। বিভিন্ন মতভেদের ফলে ভারতীয় সংবিধান সম্পর্কে দেশের মানুষের জ্ঞান আরও সমৃদ্ধ হবে।

এরপরই তিনি বলেন, ‘গত কয়েকমাস ধরে বিভিন্ন ইস্যুতে দেশের নানা জায়গা আন্দোলনে হয়েছে। আমার সব থেকে ভাল লেগেছে এই আন্দোলনে যুব প্রজন্মের অংশগ্রহণ দেখে। দেশের সংবিধানের প্রতি তাঁদের ভালবাসায় আমি মুগ্ধ হয়েছি। যে কোনও গণতন্ত্রই সংখ্যাগরিষ্ঠের মত অনুযায়ী পরিচালিত হয়। আর তা সমৃদ্ধি লাভ করে আলোচনা ও বিতর্কের মধ্যে দিয়েই।’

নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা দিবসে দেশের গণতন্ত্র এবং সংবিধান নিয়ে যুব প্রজন্মের আবেগকেই মঞ্চে দাঁড়িয়ে তুলে ধরার চেষ্টা করে গেলেন প্রণব মুখোপাধ্যায়। এতদিন বাদে সিএএ নিয়ে মুখ খুললেন বটে প্রাক্তন রাষ্ট্রপতি, কিন্তু সমর্থন কিংবা বিপক্ষে কোনওটাটেই গেলেন না তিনি। শুধু যুব সমাজকে এই আন্দোলনের জন্য বাহবা দিলেন।

 

X