স্মার্ট ফোনের ব্যাটারি সুস্থ রাখতে ব্যবহার করুন এই পদ্ধতিগুলি

বাংলাহান্ট ডেস্কঃ আজকের দিনে আমাদের প্রত্যেকের কাছে আছে স্মার্ট ফোন। যা আমাদের নিত্যদিনের সঙ্গী। কিন্তু ভাল ব্যাটারি ব্যাক আপ না থাকলে স্মার্টনেসটাই মাটি হয়ে যাই। অনেক ক্ষেত্রে ভাল ব্যাটারির স্মার্ট ফোন কিনেও কয়েক মাস পড়েই সমস্যায় পড়তে হয়। জেনে নিন স্মার্ট ফোনের ব্যাটারি ভাল রাখার উপায় গুলি

স্মার্টফোন চার্জে দিয়ে সেটা কখনই ব্যবহার করবেন না। সেক্ষেত্রে ব্যাটারির উপর ভীষন চাপ পড়ে। অনেক ক্ষেত্রে দেখা গেছে চার্জ দিয়ে ব্যবহার করার কারনে মোবাইল বিস্ফোরণ পর্যন্ত হয়ে গেছে।

download 21 1

ব্যাটারিতে ৫০% এর থেকে কম চার্জ থাকলে তবেই চার্জ দিন। ৯০% -৯৫% থেকে বেশি চার্জ দেবেন না।সব সময় ১০০% অব্দি চার্জ দেওয়া যাবে না।  মাঝে মাঝে ফোনের ব্যাটারি ০% করে দিন। তবে যেন তা ঘন ঘন করতে যাবেন না।মাসে একবার সম্পূর্ণ ০% থেকে ১০০% ফুল চার্জ দিতে হবে। তাতে আপনার মোবাইলটির ব্যাটারি অনেক বেশী ভাল থাকবে।

ব্যাটারির চার্জ ২০% থেকেও কম থাকলে ভারী ভারী গেমস বা apps মোবাইলে ব্যবহার করবেন না। এতে ব্যাটারির ওপর ভীষন চাপ পরে। কমে যায় ব্যাটারির কর্ম ক্ষমতা। এর ফলে তাড়াতাড়ি খারাপ হতে পারে মোবাইল।

অনেক সময় ব্যাকগ্রাউন্ডে প্রচুর চার্জ খরচ হয়ে যায়, সেক্ষেত্রে ভালো android mobile battery optimization apps রয়েছে, যেগুলি ব্যবহার করে আপনি background এ ব্যবহার হওয়া চার্জের পরিমান কমিয়ে দিতে পারবেন। এর ফলে ব্যাটারি অনেক বেশী দিন সুস্থ থাকবে।

 

সম্পর্কিত খবর