বিরাটের সঙ্গে নিজের গোপন তথ্য ফাঁস কঙ্গনার! উদ্বেগ বাড়ল অনুষ্কার

বাংলাহান্ট ডেস্ক: তাঁকে নিয়ে বিতর্কের শেষ নেই। প্রায়দিনই কোনও না কোনও কারনে সমালোচনার মুখে পড়েন তিনি। এমনিতে ঠোঁটকাটা বলে তাঁর বদনাম রয়েছেই। বুঝতেই পারছেন কথা হচ্ছে কঙ্গনা রানাওয়াতকে নিয়ে। সবেমাত্র জানা গিয়েছে পদ্মশ্রী পুরস্কার পেতে চলেছেন তিনি। এই নিয়েও নানাজনে নানা কথা কেউ বলছেন। অনেক মহলেই গুঞ্জন শোনা গিয়েছে, শাসক দলের সঙ্গে ভাল সম্পর্ক থাকাতেই এই পুরস্কার পেতে চলেছেন কঙ্গনা। তবে যাই হোক, কিছুদিন ধরেই সময়টা নেহাত মন্দ যাচ্ছে না তাঁর। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘পাঙ্গা’। বেশ ভাল মুডেই রয়েছেন অভিনেত্রী।

Kangana Ranaut Padmi Shri

এর মধ্যেই ফের মুখ খুলতে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়লেন কঙ্গনা। এবার ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির সম্পর্কে মুখ খুলেছেন তিনি। তবে করেছেন বিরাটের প্রশংসাই। উপরন্তু নিজের সঙ্গে বিরাটের যে বেশ কিছু মিল রয়েছে তাও রাখঢাক না করেই সোজা জানিয়ে দেন অভিনেত্রী। সম্প্রতি পাঙ্গা মুক্তির পর সাংবাদিক সম্মেলনে এসেছিলেন কঙ্গনা। সেখানেই তিনি জানান, অনেকেই নাকি তাঁকে বলেছেন তাঁর সঙ্গে প্রচুর মিল রয়েছে কোহলির। কঙ্গনার কথায়, “বিরাট সম্পূর্ণ অন্য ব্যাকগ্রাউন্ড থেকে এসে নিজের নাম সুপ্রতিষ্ঠিত করেছে। মানুষকে ওকে ভালবাসতে বাধ্য করেছে। যে বিষয়ে আমাদের দুজনের মধ্যে অনেক বেশি মিল রয়েছে তা হল বিতর্ক। বিরাট ও আমি দুজনকে নিয়েই মাঝে মাঝে বিতর্ক হয়। ওর আক্রমণত্মক ভাবভঙ্গির জন্য অনেক ক্ষেত্রে সমালোচিত হয়। আমিও আক্রমণাত্মক মনো করি নিজেকে।”

190626120333 virat kohli tease full 169

কঙ্গনা আরও বলেন, “ক্রীড়াবিদদের জীবন মোটেই সহজ নয়। একাধিক স্তরের লড়াই থাকে। কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে লড়াই বজায় রাখতে হয়।” নিজের ছবির সম্পর্কেও বলেন, কোনওরকম অনুশীলনের মধ্যে না থেকেই নিজেকে শেপে নিয়ে আসা থুবি চ্যালেঞ্জিং।

প্রসঙ্গত, এই মুহূর্তে আগামী ছবি ‘তেজস’ নিয়ে চিন্তাভাবনা করছেন কঙ্গনা। সেখানে ভারতীয় বায়সেনার তেজস যুদ্ধবিমান চালকের ভূমিকায় দেখা যাবে তাঁকে। এর জন্য বিশেষ প্রশিক্ষণও নিতে হবে অভিনেত্রীকে। আগামী জুলাই মাসেই শুরু হয়ে যাবে ছবির শুটিং।

Niranjana Nag

সম্পর্কিত খবর