ওজন ৯০ কেজিরও বেশি! আগের সারার সঙ্গে একদম মিল পাবেন না এখনকার সারার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে নবাগতা জনপ্রিয় তারকা সন্তানদের মধ্যে অন্যতম সইফ কন্যা সারা আলি খান। মাত্র দু বছর আগেই অভিনয় জগতে পা রেখেছেন তিনি। এরই মধ্যে একের পর এক সুপারহিট ছবি ভরে নিয়েছেন তাঁর ঝুলিতে। শুধু অভিনয় দিয়ে নয়, নিজের মিষ্টি স্বভাব দিয়েও অনুরাগীদের মন জয় করে নিয়েছেন সারা। চিরদিনই খুব স্পষ্টবক্তা তিনি। মনের কথা চেপে না রেখে স্পষ্ট ভাবে বলতেই পছন্দ করেন তিনি। এমনকি নিজের ব্যক্তিগত জীবনের বিষয়েও বেশ খোলামেলা সইফ কন্যা।

এর আগেই সারা জানিয়েছিলেন একটা সময় তাঁর ওজন অত্যন্ত বেশি ছিল। প্রায় ৯০ কিলোর ওপর ওজন ছিল সারার। সেই সময়কার ছবিও এসেছিল প্রকাশ্যে। তখনকার সারা আর এখনকার সারার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। এবার প্রকাশ্যে এল সারার আগেকার চেহারার আরও একটি ভিডিও। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আসলেই কতটা ওজন ছিল তাঁর।

https://www.instagram.com/p/B72SIOXJkaL/?utm_source=ig_web_copy_link

নিজেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ভিডিও শেয়ার করেছেন সারা আলি খান। ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানে করে কোথাও যাচ্ছেন সারা ও তাঁর বান্ধবীরা। বাকিরা যখন ঘুমোচ্ছে তখনই ভিডিওটা শুট করেন সারা। বান্ধবীরা ঘুমন্ত অবস্থায় শুট করে যে বেশ মজা পেয়েছেন তা তাঁর অভিব্যক্তি দেখেই স্পষ্ট। তবে কিছুক্ষণ পরেই তাঁরা জেগে যান। ধরা পড়ে যান সারা। ভিডিওটা দেখে বেশ স্পষ্ট যে ওজনের ফারাক থাকলেও সেই মিষ্টি স্বভাবটা একই রকম রয়েছে অভিনেত্রীর। নেটিজেনরাও সারার এই কাণ্ড দেখে বেশ মজা পেয়েছেন। আবার অনেকে আগেকার এমন বেশি ওজনের ভিডিও দেওয়ার সাহস দেখানোর জন্য প্রশংসাও করেছেন তাঁর।

প্রসঙ্গত, এই মুহূর্তে ‘লভ আজ কাল’-এর প্রচারে ব্যস্ত রয়েছেন সারা। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে ‘কুলি নাম্বার ওয়ান’এর সিকুয়েল। এই ছবিতে সারার বিপরীতে দেখা যাবে বরুণ ধাওয়ানকে।

সম্পর্কিত খবর

X